লুইস কেপেডি | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | লুইস মার্ক কেপেডি |
জন্ম | হুইটবার্ন, স্কটল্যান্ড | ৭ অক্টোবর ১৯৯৬
ধরন | ব্লু আইড সোল[১] |
পেশা | গান লেখক |
বাদ্যযন্ত্র |
|
কার্যকাল | ২০১৩-বর্তমান |
লেবেল | |
ওয়েবসাইট | lewiscapaldi |
লুইস মার্ক কেপেডি'[২] (৭ অক্টোবার, ১৯৯৬) হলেন একজন স্কটীয় গীতিকার এবং সঙ্গীতশিল্পী।[৩] তিনি ২০১৯ ব্রিট অ্যাওয়ার্ড এ ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড -এর জন্য নির্বাচিত হন। তার গান ‘সামওয়ান ইউ লাভড’ সাত সপ্তাহের জন্য শীর্ষ হয়েছিল এবং ২০১৯ সালের নভেম্বর মাসে বিলবোর্ড হট ১০০ এ ১ম হয় এবং ‘সং অব দ্যা ইয়ার’ হওয়ার জন্য‘৬২ তম বার্ষিক গ্রমি অ্যওয়ার্ড’ এ নির্বাচিত হয় এবং ‘২০২০ ব্রিট অওয়ার্ড ফর সং অব দ্যা ইয়ার’ বিজয়ী হন। কেপেডি আরও ‘ব্রিট অ্যাওয়ার্ড ফর বেষ্ট নিউ আর্টিসট’ বিজয়ী হন।[৪]
২০১৯ সালের মে মাসের ১৭ তারিখে তার প্রথম অ্যালবাম ‘ডিভােইনলি আনইনসপাইয়ার্ড টু এ হেলিস এক্মটেন্ট’ প্রকাশিত হয়, যা ‘ইউকে অ্যালবাম চার্টে ছয় সপ্তাহ শীর্ষে ছিল এবং পরবর্তীতে ২০১৯ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম এবং ‘সামওয়ান ইউ লাভড’ ২০১৯ সবচেয়ে বেশি বিক্রি হওয়া গান হয়ে ওঠে। ২০২০ সালের মে মাসে, ‘সামওয়ান ইউ লাভড’ -গানটিকে সর্বকালীন সবচেয়ে বেশি সময় জুড়ে যুক্তরাজ্যের সেরা ১০ গানের তালিকায় থাকা গান হিসেবে একজন ইংরেজ শিল্পী ঘোষণা করন।[৫]
কেপেডি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জন্মগ্রহণ করেন এবং চার বছর বয়স পর্যন্ত সেখানে বসবাস করেন।[২] and lived there until he was four years old.[৬] তিনি তার পিতা-মাতার চার সন্তানের সবচেয়ে ছোট। তার মাতা একজন সেবিকা এবং পিতা একজন মাছের ব্যবসায়ী ছিলেন।[৭] তিনি পশ্চিম লোথিয়ান -এর ব্লাকবার্ন এ অবস্থিত সেন্ট কেন্টিগার একাডেমি -তে অধ্যায়ন করেন।[৮] ২০১৬ সালে তিনি নিউ কলেজ লানার্কশিয়ার থেকে মিউজিক -এ এইচএনডি স্নাতক লাভ করেন।[৯] তিনি ২ বছর বয়সে ড্রাম ও গিটার বাজানো শিখেন এবং ৯ বছর বয়সে পাবে গান গাওয়া শুরু করেন।[১০] ১৭ বছরের পূর্বে তিনি সঙ্গিতের উপর কর্মজীবন গড়ে তুলবেন বলে ঠিক করেন।[১১]
তিনি ২০১৪ সালে ‘ দ্যা স্কটিশ মিউজিক সেন্টার’ পরিচালিত ‘হিট দ্যা রোড’ প্রকল্পের অন্তর্ভূক্ত তিন দিনের সফরে অংশ নেন। তিনি জেকোব, রোলি গ্রিন এবং জোয়ই বেস্টেল -এর সাথে এডিনবার্গ -এর ডামফ্রাইস এবং ফর্ট উইলিয়াম -এ প্রদর্শনী করেন।[১২] ১৮ বছর বয়সে তাকে তার ম্যানেজার রায়ান ওয়ালটার কেপেডির বেডরুমে রেকর্ড করে সাউন্ড ক্লাউড অ্যাকাউন্টে প্রকাশ করা একটি আইফোন রেকর্ডিংয়ের মাধ্যমে তার সন্ধান পায়। কেপেডির সাথে প্রথম যোগাযোগের পরের দিন ওয়ালটার কেপেডির প্রদর্শনী সরাসরি দেখতে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে যান।[১৩][১৪]
২০১৭ সালের ২০ অক্টোবর তিনি তার প্রথম সম্প্রসারিত রেকর্ডিং ব্লম ইপি প্রকাশ করেন, যাতে তিনি গ্রামি অ্যাওয়ার্ড বিজয়ী প্রযোজক মালে (ফ্রাঙ্ক ওসান এর দীর্ঘকালীন সঙ্গী) -এর সাথে কাজ করেন।[১৫][১৬] কেপেডি তার প্রথম ট্রাক ২০১৭ সালের মার্চ মাসের ৩০ তারিখে প্রকাশ করেন। গানটি দ্রুত বিশ্বজুড়ে স্পটিফাই প্লাটফর্মে ২৮ মিলিয়নের কাছাকাছি প্লে অর্জণ করে। যার কারণে তিনি সর্বপ্রথম প্লাটফর্মটিতে একজন অনানুষ্ঠানিক শিল্পী হিসেবে ২৫ মিলিয়ন প্লে অর্জণ করেন।[১৭] পরবর্তীতে তিনি ইউনিভার্সাল মিউজিক -এর জার্মান শাখায় ভার্টিগো বার্লিন বিভাগে যুক্ত হন। তার গানগুলো যুক্তরাজ্যে ভার্জিন রেকর্ড এবং উত্তর আমেরিকায় কেপিটল রেকর্ড প্রকাশ করে।[১৮]
২০১৭ সালের শেষের দিকে “২০১৮ ভিভো আর্টিস্টস টু ওয়াচ” -এর শীল্পিদের মধ্যে একজন তাকে ঘোষণা করা হয় এবং স্কটীশ অল্টারনেটিভ মিউজিক অ্যাওয়ার্ড -এ বেস্ট অ্যাকোস্টিক বিজয়ী হন।[১৯][২০] কেপেডি বিবিসি মিউজিক -এর সাউন্ড অব 2018 এর তালিকা দীর্ঘ সময় ছিলেন।[২১]
তিনি ২০১৭ সালের নভেম্বর মাসে রেগ এন্ড বোন ম্যান-কে ইউরোপীয় সফরে এব ২০১৮ সালে মিল্কি চ্যান্স-কে উত্তর আমেরিকায় ব্লোসোম সফরে সাহায্য করেন। তিনি ক্লো গ্রেইস মরেটজ, জেমস বে, নিয়াল হোরান এবং এলি গোল্ডিং সহ বিশিষ্ট ব্যক্তিগণের মনোযাগ লাভ করেন।[২২][২৩] পরর্তীকালে ২০১৮ সালের মার্চ মাসে গ্লাগসো এসইসি আর্মাডিলো-তে ফ্লিকার ওয়ার্ল্ড টুর -এ হোরান দুই দিন সাহায্যের জন্য কেপেডিকে ডাকেন। মে মাসে তিনি স্যাম স্মিথ -এর সাথে তাদের ‘দ্যা থ্রিল অব ইট অল ইউরোপিয়ান টুর’-এ যোগ দেন যা স্মিথ -এর জন্য ১৯ দিনের বেশি খোলা ছিল। এরপর তিনি ফর্থ হেডলাইন সফর ঘোষণা করেন এবং এবার তিনি গ্লাসগাও এর বেরোল্যান্ড বোলরুম -এ দুই রাত সহ ইউরোপ এবং যুক্তরাজ্য জুড়ে ২০০০ মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন স্থানগুলোতে প্রদশর্নী করেন।
কেপেডি ২০১৯ সালের তার গান, “সামওয়ান ইউ লাভড” -এর দ্বারা সফলতা অর্জণ করেন। গানটি ২৯টির বেশি দেশে শীর্ষ গানের চার্টে যুক্ত হয়। যুক্তরাজ্যের গানের চার্টে গানটি চার সপ্তাহ প্রথম স্থানে ছিল। এরপর মে মাসে তার প্রথম অ্যালবাম ডিভাইনলি আনইন্সাইয়ার্ড টু এ হেলিস এক্সটেন্ট মে মাসে প্রকাশিত হয়। অ্যালবামটি যুক্তরাজ্যে পাঁচ বছরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম -এ পরিণত হয় এবং প্রকাশিত হওয়ার ছয় সপ্তাহের মধ্যে পাঁচ সপ্তাহ প্রথম স্থানে থাকে। এছাড়াও, প্রকাশিত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই অ্যালবামটি যুক্তরাজ্যে গোল্ড সম্মান লাভ করে। ২০১৯ ব্রিট অ্যাওয়ার্ড এ কেপেডি ব্রিট ক্রিটিকস’ চয়েস অ্যাওয়ার্ড -এর জন্য মনোনীত হন কিন্তু স্যাম ফেন্ডার এর কাছে পরাজিত হন।
কেপেডির কোনো অ্যালবাম প্রকাশের পূর্বেই তার একটি আরেনা টুরের সকল টিকেট বিক্রি হয়ে গেলে তার আরেকটি ইতিহাস রচনা করা হয়। প্রদর্শনীগুলোর টিকেট বিক্রি শুরু হওয়ার এক সেকেন্ডের মধ্যে সব টিকেট বিক্রি হয়ে যায়।[২৪]
২০১৯ সালের আগস্ট মাসে কেপেডি ইপ্সউইচ এবং লিডস -এ এড শিরান এর সাথে গান গেয়ে তাকে তার ডিভাইড সফরে সাহায্য করে।[২৫]
২০১৯ সালের অক্টোবর মাসের শেষে, তার সামওয়ান ইউ লাভড গানটি বিলবোর্ড হট ১০০-এর প্রথম স্থান লাভ করে। এ কারণে, তিনি ১৯৮১ সালে শিনা স্টোন এর পর স্কটল্যান্ডের প্রথম একক শিল্পী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের চার্টের শীর্ষে পৌছান।[২৬] অক্টোবরের ৩০ তারিখে তাকে তাকে ২০২০ -এ হতে চলা নেইল হোরান এর নাইস টু মিট ইয়া সফরের একজন উদ্ভোধনী প্রতিনিধী হিসেবে ঘোষণা করা হয়।[২৭] সামওয়ান ইউ লাভড ২০২০ গ্র্যামি -এর সং অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়।[২৮] এছাড়াও তিনি ২০২০ ব্রিট অ্যাওয়ার্ড -এ তিনটি পুরস্কারের জন্য নিবার্চিত হন, যার মধ্যে তিনি দুটো বিজয়ী হন।[৪] তার ডিভাইনলি আনইন্সপাইয়ার্ড টু এন হেলিস এক্মটেন্ট এর বর্ধিত সংস্করণ এর অন্তর্ভক্ত গান, “বিফোর ইউ গো” ২০২০ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখে যুক্তরাষ্ট্রের গানের চার্টে শীর্ষ হওয়া দ্বিতীয় গানে পরিণত হয়।[২৮]
২০২০ সালের সেপ্টেম্বর মাসে, তার ডিভাইনলি আনইন্সপাইয়ার্ড টু এ হেলিস এক্মটেন্ট অ্যালবাম যুক্তরাজ্য চার্ট সেলসে ১ মিলিয়ন অতিক্রম করে।[২৯] ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি জিঙ্গল বলে সামওয়ান ইউ লাভড, বিফোর ইউ গো এবং ওহাম এর লাস্ট ক্রিস্টমাস গানটি গান।
কেপেডি বংশধারায় স্কটীয়, আইরিশ এবং ইটালিয়।[৩০] তার পিতার বংশের এক জ্ঞাতি ভাই, পিটার কেপেডি, যিনি একজন অভিযান। তাকে কেপেডির সামওয়ান ইউ লাভড গানের ভিডিওতে দেখা যায়। এছাাড়ও তিনি ড্রিমবয়েস নামক একটি প্রধান গায়ক এবং গিটার বাদক ছিলেন।[৩১][৩২] এছাড়াও, তিনি বারহেড -এ জন্মগ্রহণকারী পারমাণবিক পদার্থবিদ, জোসেফ কেপেডি -এর আত্মীয়।[২] কেপেডি তার সামাজিক মাধ্যমে উপাস্থনার জন্যও বিখ্যাত বিশেষ করে, তার মজাদার খারাপ ভাষার ভিডিওগুলোর জন্য।[৩৩]
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কেপেডি তার পিতা-মাতার সাথে বসবাস করছিলেন বলে জানা যায়।[৩৪] ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কেপেডি পূর্ব রেনফ্রুশায়ার এ অবস্থিত কেসেলহিল খামারবাড়ি কিনে নেন।[৩৫][৩৬][৩৭] তিনি ফুটবল খেলার ভক্ত এবং সেল্টিক ফুটবল ক্লাবকে সমর্থন করেন।[৩৮]
কেপেডি বিফোর ইউ গো গানটি সম্পর্কে বলেন যে, “এটি তার লেখা সবচেয়ে নিজের সাথে সম্পর্কিত গান”।[৩৯] কেপেডি বলেন যে, তার খালা তার মায়ের জীবন নিয়েছে এবং এই গানটির সাথে আত্মহত্যার সংবেদনশীল পরিণতির সম্পর্ক রয়েছে।[৪০][৪১]
সাল | সংস্থা | শ্রেণি/পুরস্কার | কীর্তি | ফলাফল | Ref. |
---|---|---|---|---|---|
২০১৭ | স্কটীশ অল্টার্নেটিভ মিউজিক অ্যাওয়ার্ডস | বেস্ট অকিউস্টিক অ্যাক্ট | হিমসেল্ফ | বিজয়ী | [৪২] |
স্কটীযশ মিউজিক অ্যাওয়ার্ড | বেস্ট ব্রেকথ্রো আর্টিস্ট পুরস্কার | [৪৩] | |||
২০১৮ | বিবিসি | সাউন্ড অব ২০১৮ | অন্তর্ভুক্ত | [৪৪] | |
গ্রেট স্কট অ্যওয়ার্ডস | ব্রেকথ্রো | বিজয়ী | [৪৫] | ||
ফোর্থ অ্যওয়ার্ডস | রাইজিং স্টার অ্যাওয়ার্ড | [৪৬] | |||
২০১৯ | ব্রিট অ্যাওয়ার্ডস | ক্রিটিকস’ চয়েস অ্যাওয়ার্ড | মনোনীত | [৪৭] | |
এমটিভি | ব্রান্ড নিউ ফর ২০১৯ | বিজয়ী | [৪৮] | ||
কিউ অ্যাওয়ার্ডস | বেস্ট ট্রাক | "সামওয়ান ইউ লাভড" | বিজয়ী | [৪৯] | |
ব্রেকটুডো অ্যাওয়ার্ডস | ইন্টারন্যাশনাল নিউ আর্টিস্ট | হিমসেল্ফ | মনোনীত | [৫০] | |
এনআরজে মিউজিক অ্যাওয়ার্ডস | ইন্টারন্যাশনাল সং অব দ্যা ইয়ার | "সামওয়ান ইউ লাভড" | মনোনীত | [৫১] | |
ইন্টারন্যাশনাল রেভেলেশন অব দ্যা ইয়ার | হিমসেল্ফ | মনোনীত | [৫১] | ||
বিবিসি টিন অ্যাওয়ার্ডস | বেস্ট ব্রিটিশ সিঙ্গার | "সামওয়ান ইউ লাভড" | বিজয়ী | [৫২] | |
বেস্ট সিঙ্গেল | হিমসেল্ফ | বিজয়ী | [৫২] | ||
২০২০ | গ্রামি অ্যাওয়ার্ড | সং অব দ্যা ইয়ার | "সামওয়ান ইউ লাভড" | মনোনীত | [৫৩] |
আইহার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ডস | বেস্ট লিরিক্স | মনোনীত | [৫৪] | ||
বেস্ট নিউ পপ আর্টিস্ট | হিমসেল্ফ | মনোনীত | |||
ব্রিট অ্যাওয়ার্ডস | মেল সোলো আর্টিস্ট | মনোনীত | [৫৫] | ||
বেস্ট নিউ আর্টিস্ট | বিজয়ী | ||||
সং অব দ্যা ইয়ার | "সামওয়ান ইউ লাভড" | বিজয়ী | |||
অ্যালবাম দ্যা ইয়ার | ডিভাইনলি আনইস্পাইয়ার্ড টু এ হেলিস এক্সটেন্ট | মনোনীত | |||
গ্লোবাল অ্যাওয়ার্ডস | বেস্ট মেল | হিমসেল্ফ | মনোনীত | [৫৬] | |
বেস্ট আর্টিস্ট অ্যাক্ট | মনোনীত | ||||
বেস্ট মেস আপিল আর্টিস্ট | বিজয়ী | ||||
মোস্প প্লেড সং | "সামওয়ান ইউ লাভড" | বিজয়ী | |||
বেস্ট সং অব ২০১৯ | মনোনীত | ||||
কিডস’ চয়েস অ্যাওয়ার্ড | ফেভারিট ব্রেকথ্রো আর্টিস্ট | হিমসেল্ফ | মনোনীত | [৫৭] | |
লোস ৪০ মিউজিক অ্যাওয়ার্ডস | বেস্ট ইন্টারন্যাশনাল নিউ অ্যাকটস | মনোনীত | [৫৮] | ||
বেস্ট ইন্টারন্যাশনাল অ্যালবাম | ডিভাইনলি আনইন্সপাইয়ার্ড টু এ হেলিস এক্সটেন্ট | মনোনীত | |||
বেস্ট ইন্টারন্যাশনাল সং | "বিফোর ইউ গো" | মনোনীত | |||
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস | পুশ বেস্ট নিউ আর্টিস্ট | হিমসেল্ফ | মনোনীত | [৫৯] | |
ইভোর নোভেয়ো অ্যাওয়ার্ডস | মোস্ট পারফার্মড ওয়ার্ক | "হোল্ড মি হোয়াইল ইউ ওয়েইট" | মনোনীত | [৬০] | |
"সামওয়ান ইউ লাভড" | মনোনীত | ||||
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড | টপ হট ১০০ সং | মনোনীত | |||
টপ রেডিও সং | মনোনীত | ||||
ইউকে মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস | বেস্ট পপ ভিডিও – ইউকে | "বিফোর ইউ গো" | মনোনীত | ||
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস | নিউ আর্টিস্ট অব দ্যা ইয়ার | হিমসেল্ফ | মনোনীত | ||
ফেভারিট আর্টিস্ট – এডাল্ট কনটেমপোরালি | মনোনীত | ||||
ফেভারিট সং – পপ/রোক | "সামওয়ান ইউ লাভড" | মনোনীত | |||
স্কটীশ মিউজিক অ্যাওয়াডস | বেস্ট ইউকে আর্টিস্ট | হিমসেল্ফ | বিজয়ী | [৬১] | |
২০২১ | আইহার্ট মিউজিক অ্যাওয়ার্ডস | বেস্ট লিরিক্স | "বিফোর ইউ গো" | প্রক্রিয়াধীন | [৬২] |