মারিয়া লুইসা কোয়েস্তা ভিলা | |
---|---|
![]() | |
জন্ম | সোরিয়ানো, উরুগুয়ে | ২৬ মে ১৯২০
মৃত্যু | ২১ নভেম্বর ২০১৮ | (বয়স ৯৮)
জাতীয়তা | উরুগুয়ে |
পেশা | মানবাধিকারকর্মী |
মারিয়া লুইসা কোয়েস্তা ভিলা (২৬ মে ১৯২০ সোরিয়ানো - ২১ নভেম্বর ২০১৮ মন্টেভিডিও) উরুগুয়ের মানবাধিকারকর্মী ছিলেন। তিনি উরুগুয়ের সিভিক-মিলিটারি একনায়কতন্ত্র চলাকালীন হারানো মানুষদের অনুসন্ধানের কাজে নিয়োজিত ছিলেন। তার ছেলে নেবিও মেলো কোয়েস্তা সামরিক বাহিনী দ্বারা অপহরণ এবং পরবর্তীতে হারিয়ে যায়। আজও তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
তিনি সোরিয়ানোতে জন্মগ্রহণ করেন। এখানে তিনি ১৯৭৩ সালের জুন পর্যন্ত শীট ও রঙের কাজ করতেন। ঐ বছরের ২৮ জুন থেকে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন নম্বর ৫-এর কারাগারে ছিলেন।[১] তার ছেলে নেবিও মেলো কোয়েস্তা আর্জেন্টিনাতে স্ত্রী ও কন্যা নিয়ে নির্বাসনে যায়। ১৯৭৬ সালে নেবিও অপহৃত হয়। কোয়েস্তা তাকে খুঁজতে শুরু করে।[২][৩]
১৯৮৫ সালে যারা যারা এভাবে অপহৃত এবং পরবর্তীতে নিখোঁজ হয়ে যায় তাদের নিয়ে একটি দল গঠিত হয়।[২][৪]