ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লুক ডে ইয়ং[১] | ||
জন্ম | ২৭ আগস্ট ১৯৯০ | ||
জন্ম স্থান | এগল, সুইজারল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পিএসভি | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
ডিজেডসি ১৯৬৮ | |||
২০০১–২০০৮ | ডে গ্রাফসখাপ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০০৯ | ডে গ্রাফসখাপ | ১৪ | (২) |
২০০৯–২০১২ | টুয়েন্টে | ৭৫ | (৩৯) |
২০১২–২০১৪ | মনশেনগ্লাডবাখ | ৩৬ | (৬) |
২০১৪ | → নিউক্যাসেল (ধার) | ১২ | (০) |
২০১৪–২০১৯ | পিএসভি | ১৫৯ | (৯৪) |
২০১৯–২০২২ | সেভিয়া | ৬৯ | (১০) |
২০২১–২০২২ | → বার্সেলোনা (ধার) | ২১ | (৬) |
২০২২– | পিএসভি | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৮–২০০৯ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ | ৫ | (১) |
২০০৯–২০১৩ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ | ১৮ | (৫) |
২০১১– | নেদারল্যান্ডস | ৩৮ | (৮) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুক ডে ইয়ং (ওলন্দাজ: Luuk de Jong, ওলন্দাজ উচ্চারণ: [ˈlyk də ˈjɔŋ]; জন্ম: ২৭ আগস্ট ১৯৯০) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেদারল্যান্ডসের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর এরেডিভিজির ক্লাব পিএসভি এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। তিনি মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেললেও মাঝেমধ্যে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলেন।
ডিজেডসি ১৯৬৮-এর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ডে ইয়ং ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ডে গ্রাফসখাপের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৮–০৯ মৌসুমে, ওলন্দাজ ক্লাব ডে গ্রাফসখাপের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ডে গ্রাফসখাপের হয়ে মাত্র এক মৌসুমে ১৪ ম্যাচে ২টি গোল করার পর ২০০৯–১০ মৌসুমে তিনি প্রায় ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ওলন্দাজ ক্লাব টুয়েন্টেতে যোগদান করেছেন। টুয়েন্টের হয়ে তার প্রথম মৌসুমে তিনি স্টিভ ম্যাকক্লারেনের অধীনে ২০০৯–১০ এরেডিভিজির শিরোপা জয়লাভ করেছেন। পরবর্তীকালে, তিনি বরুসিয়া মনশেনগ্লাডবাখ এবং ধারে নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে খেলেছেন। অতঃপর তিনি প্রায় ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ওলন্দাজ ক্লাব পিএসভি এইন্থোভেনের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ২০৪ ম্যাচে ১১২টি গোল করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রায় ১২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসভি এইন্থোভেন হতে স্পেনীয় ক্লাব সেভিয়ায় যোগদান করেন। ২০২১–২২ মৌসুমে তিনি সেভিয়া থেকে ধারে বার্সেলোনায় খেলেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি ওলন্দাজ ক্লাব পিএসভিতে পূণরায় যোগদান করেন।
২০০৮ সালে, ডে ইয়ং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৮ ম্যাচে ৮টি গোল করেছেন। তিনি নেদারল্যান্ডসের হয়ে এপর্যন্ত ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১২ এবং ২০২০) অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগতভাবে, ডে ইয়ং বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে টানা দুই মৌসুমে এরেডিভিজির বর্ষসেরা দলে এবং ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের মৌসুম সেরা দলে অন্তর্ভুক্তি অন্যতম।[২][৩][৪] দলগতভাবে, ডে ইয়ং এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৪টি টুয়েন্টের হয়ে, ৫টি পিএসভির হয়ে এবং ১টি সেভিয়ার হয়ে জয়লাভ করেছেন।
লুক ডে ইয়ং ১৯৯০ সালের ২৭শে আগস্ট তারিখে সুইজারল্যান্ডের এগলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবা একজন পেশাদার ভলিবল খেলোয়াড় ছিলেন।
ডে ইয়ং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[৫] তবে তার দল উক্ত আসরের সেমি-ফাইনালে ইতালি অনূর্ধ্ব-২১ দলের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে আসর হতে বিদায় নিয়েছিল।[৬] এই আসরে তিনি ৩ ম্যাচে ১টি গোল করেছিলেন।[৭] নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ২৩ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন। তিনি ২০০৯ সালের ৩১শে মার্চ তারিখে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রোমানিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[৮]
২০১১ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে, মাত্র ২০ বছর ৫ মাস ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ডে ইয়ং অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক করেছেন।[৯] উক্ত ম্যাচের ৭৫তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় ডির্ক কুইটের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[১০] ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[১১] ম্যাচটি নেদারল্যান্ডস ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১২] জাতীয় দলের হয়ে অভিষেকের ৬ মাস ২৮ দিন পর, নেদারল্যান্ডসের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ৬ই সেপ্টেম্বর তারিখে, ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এলজেরো এলিয়ার অ্যাসিস্ট হতে নেদারল্যান্ডসের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[১৩][১৪][১৫] নেদারল্যান্ডসের হয়ে অভিষেকের বছরে ডে ইয়ং সর্বমোট ৬ ম্যাচে ১টি গোল করেছেন।
ক্লাব | বিভাগ | লিগ | জাতীয় কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মৌসুম | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
ডে গ্রাফসখাপ | এরেডিভিজি | ২০০৮–০৯ | ১৪ | ২ | ২ | ০ | — | ৩ | ১ | ১৯ | ৩ | |
টুয়েন্টে | এরেডিভিজি | ২০০৯–১০ | ১২ | ২ | ৫ | ৪ | ৪ | ১ | ০ | ০ | ২১ | ৭ |
২০১০–১১ | ৩২ | ১২ | ৫ | ৩ | ১১ | ৪ | ১ | ১ | ৪৯ | ২০ | ||
২০১১–১২ | ৩১ | ২৫ | ৩ | ২ | ১৪ | ৫ | ৩ | ০ | ৫১ | ৩২ | ||
মোট | ৭৫ | ৩৯ | ১৩ | ৯ | ২৯ | ১০ | ৪ | ১ | ১২১ | ৫৯ | ||
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | বুন্দেসলিগা | ২০১২–১৩ | ২৩ | ৬ | ১ | ০ | ৭ | ২ | — | ৩১ | ৮ | |
২০১৩–১৪ | ১৩ | ০ | ১ | ০ | — | — | ১৪ | ০ | ||||
মোট | ৩৬ | ৬ | ২ | ০ | ৭ | ২ | — | ৪৫ | ৪ | |||
নিউক্যাসেল ইউনাইটেড (ধার) | প্রিমিয়ার লিগ | ২০১৩–১৪ | ১২ | ০ | ০ | ০ | — | — | ১২ | ০ | ||
পিএসভি | এরেডিভিজি | ২০১৪–১৫ | ৩২ | ২০ | ২ | ২ | ১১ | ৪ | — | ৪৫ | ২৬ | |
২০১৫–১৬ | ৩৩ | ২৬ | ৪ | ২ | ৬ | ২ | ১ | ২ | ৪৪ | ৩২ | ||
২০১৬–১৭ | ৩২ | ৮ | ১ | ০ | ৫ | ১ | ১ | ০ | ৩৯ | ৯ | ||
২০১৭–১৮ | ২৮ | ১২ | ৩ | ১ | ২ | ০ | — | ৩৩ | ১৩ | |||
২০১৮–১৯ | ৩৪ | ২৮ | ০ | ০ | ৮ | ৪ | ১ | ০ | ৪৩ | ৩২ | ||
মোট | ১৫৯ | ৯৪ | ১০ | ৫ | ৩২ | ১১ | ৩ | ২ | ২০৪ | ১১২ | ||
সেভিয়া | লা লিগা | ২০১৯–২০ | ৩৫ | ৬ | ৩ | ১ | ৮ | ৩ | — | ৪৬ | ১০ | |
২০২০–২১ | ৩৪ | ৪ | ৭ | ৩ | ৬ | ২ | ১ | ০ | ৪৮ | ৯ | ||
মোট | ৬৯ | ১০ | ১০ | ৪ | ১৪ | ৫ | ১ | ০ | ৯৪ | ১৯ | ||
বার্সেলোনা (ধার) | লা লিগা | ২০২১–২২ | ২১ | ৬ | ০ | ০ | ৭ | ০ | ১ | ১ | ২৯ | ৭ |
সর্বমোট | ৩৮৬ | ১৫৭ | ৩৭ | ১৮ | ৮৯ | ২৮ | ১২ | ৫ | ৫২৪ | ২০৮ |
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০১১ | ৬ | ১ |
২০১২ | ১ | ০ | |
২০১৫ | ২ | ০ | |
২০১৬ | ৩ | ২ | |
২০১৭ | ২ | ১ | |
২০১৮ | ৩ | ০ | |
২০১৯ | ৭ | ১ | |
২০২০ | ৮ | ০ | |
২০২১ | ৬ | ৩ | |
সর্বমোট | ৩৮ | ৮ |