ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লুক ডন ফ্লোর্স | ||
জন্ম | ৩ মার্চ ২০০০ | ||
জন্ম স্থান | কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা | ||
মৃত্যু | ৩ এপ্রিল ২০২৪ | (বয়স ২৪)||
মৃত্যুর স্থান | জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
যুব পর্যায় | |||
২০১৩–২০১৭ | উবুন্তু কেপ টাউন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | উবুন্তু কেপ টাউন | ১৮ | (০) |
২০১৮–২০২৩ | সুপারস্পোর্ট ইউনাইটেড | ৫৬ | (২) |
২০২৩–২০২৪ | কাইজার চিফস | ২ | (০) |
মোট | ৭৬ | (২) | |
জাতীয় দল | |||
২০১৬ | দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ | ৫ | (০) |
২০২১– | দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
লুক ডন ফ্লোর্স (ইংরেজি: Luke Fleurs; ৩ মার্চ ২০০০ – ৩ এপ্রিল ২০২৪; লুক ফ্লোর্স নামে সুপরিচিত) একজন দক্ষিণ আফ্রিকান পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় দক্ষিণ আফ্রিকার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ার বিভাগের ক্লাব সুপারস্পোর্ট ইউনাইটেড এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।
২০১৬ সালে, ফ্লোর্স দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
লুক ডন ফ্লোর্স ২০০০ সালের ৩রা মার্চ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে জন্মগ্রহণ করেছিলেনএবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন।
ফ্লোর্স জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছিলেন।[১][২]
২০২৪ সালের ৩রা এপ্রিল তারিখে, তিনি ২৪ বছর বয়সে ছিনতাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।[৩][৪] ফ্লোরিডার জোহানেসবার্গ শহরতলির একটি পেট্রোল স্টেশনে এই গোলাগুলি হয়েছিল, সেই সময় বন্দুকধারীরা তার শরীরের উপরের অংশে গুলি করে এবং তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডিভিশন জানিয়েছে, তার স্মরণে ৬ এবং ৭ এপ্রিল প্রথম ও দ্বিতীয় স্তরের সব ম্যাচে এক মুহূর্ত নীরবতা পালন করা হবে।[৫] স্লোভোভিল, সোয়েটো থেকে ছয় সন্দেহভাজনকে পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং মনে করা হয়েছিল যে তারা গাউটেংয়ে সক্রিয় একটি কারজ্যাকিং সিন্ডিকেটের সদস্য।[৬] ফ্লেয়ার্সের স্মৃতিতে, কাইজার চিফস ২৬ নম্বর জার্সির অবসর ঘোষণা করেছে।