লুকা ছুপি

লুকা ছুপি
লুকা ছুপি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকলক্ষন উটেকর
প্রযোজকদিনেশ ভিজান
রচয়িতারোহান শঙ্কর
শ্রেষ্ঠাংশে
সুরকারগান:
তানিশ বাগচি
হোয়াইট নয়েস
অভিজিত বগনানি
সুর:
কেতান সুধা
সম্পাদকমনিশ প্রধান
পরিবেশকএএ ফিল্মস
জিও স্টুডিও
মুক্তি
  • ১ মার্চ ২০১৯ (2019-03-01)
স্থিতিকাল১২৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৩৪ কোটি রুপি
আয়১২৬.০৩ কোটি রুপি[তথ্যসূত্র প্রয়োজন]

লুকা ছুপি (হিন্দি: लुका छुपी; বাংলা: লুকোচুরি) ২০১৯ সালের লক্ষ্মণ উটেকর পরিচালিত ভারতীয় প্রণয়ধর্মী কৌতুক চলচ্চিত্র, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আর্যন এবং কৃতি শ্যানন। চলচ্চিত্রটির কাহিনী শুরু হয় একজন টেলিভিশন প্রতিবেদক যিনি একজন একগুঁয়ে মেয়ের সাথে একসাথে থাকা শুরু করেন।[]

চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ ২০১৮ সালের আগস্ট শুরু হয় এবং বিশ্বে চলচ্চিত্রটি ১২৬ কোটি রুপির অধিক ব্যবসা করে।

প্রেক্ষাপট

[সম্পাদনা]

চলচ্চিত্রটির কাহিনী শুরু হয় একজন টেলিভিশন প্রতিবেদকের প্রশ্নের উপর, যার মূলে রয়েছে তারকা নাজিম খানের বিয়ে ছাড়াই একত্রে বাস। এরপর এটির কাহিনী মথুরায় চলে যায়, যেখানে বিষ্ণু ত্রিবেদী বিয়ে ছাড়া একত্রে বাস বন্ধ করার জন্য আন্দোলন শুরু করেন। উনি ওনার শহরের স্থানীয় সংবাদ অফিসে যায় ওনার মেয়ে রেশমিকে নিয়ে, তাকে ইন্টারশিপ দেওয়ার জন্য। ঐখানে চ্যানেলের মূল সম্পাদক তাকে চ্যানেলের তারকা প্রতিবেদক গুড্ডু শুক্লার সাথে পরিচয় করিয়ে দেয়।

অভিনয়

[সম্পাদনা]
  • কার্তিক আর্যন - বিনোদ গুড্ডু শুক্লা, শকুন্তলা ও বদ্রিপ্রসাদের ছেলে; বরুণ এবং বিকাশের ভাই; রেশমির স্বামী
  • কৃতি শ্যানন - রেশমি ত্রিবেদী, সাবিত্রী এবং বিষ্নুর মেয়ে; গুড্ডু শুক্লার স্ত্রী
  • অপারশক্তি খুরানা - আব্বাস শেখ, গুড্ডু এবং রেশমির বন্ধু
  • পংকজ ত্রিপঠি - বাবুলাল, জানকীর ভাই; বরুণ এর দুলাভাই
  • বিনয় পাঠক - বিষ্ণু ত্রিবেদী, সাবিত্রীর স্বামী; রেশমির বাবা
  • অতুল শ্রীবাস্তব - বদ্রিপ্রসাদ শুক্লা,শকুন্তলার স্বামী; গুড্ডু, বিবেক ও বিকাশের বাবা
  • অল্কা আমিন - শকুন্তলা শুক্লা
  • হিমান্সু কোহলি - বিকাস শুক্লা
  • বিশ্বনাথ চট্টোপাধ্যায় - বরুণ শুক্লা
  • নেহা শ্রফ - জানকি শুক্লা
  • অজিত সিং - শ্রীকান্ত ত্রিবেদী
  • বিমি মেহতা - সাবিত্রী ত্রিবেদী
  • অরুন সিং কুশুয়াহা - ছটু
  • মাস্টার সোমনাথ - চিকু
  • স্বপ্না স্বান্ড - মিসেস শ্রীবাস্তব
  • অভিনব শুক্লা - নাজিম খান, চলচ্চিত্র অভিনেতা
  • নাভিল সিং - পণ্ডিত

[]

প্রযোজনা

[সম্পাদনা]

মূখ্য ফোটোগ্রাফি তাদের ব্যানারে সিনেমা শুরু করে ১ আগস্ট ২০১৮ সালে গোয়ালিয়র এ এবং শেষ করে সেপ্টেম্বর ২০১৮ তে মথুরায় এবং সিনেমা মুক্তি পায় ১লা মার্চ ২০১৯ এ। বলিউড হাঙ্গামা তাদের নিউজ এ সিনেমার এস্টিমেট বাজেট উল্লেখ করে ২৫ কোটি ভারতীয় টাকার।[] তারপর সিনেমার প্রিন্ট এবং বিজ্ঞাপনি বার্তা দিয়ে, বক্স অফিস ইন্ডিয়া সিনেমার এস্টিমেট বাজেট নির্ধারণ করে ৩৪ কোটি ভারতীয় টাকা।[]

বাজারজাত এবং মুক্তি

[সম্পাদনা]

সিনেমার প্রথম পোস্টার মুক্তি পায় ২৩ জানুয়ারি ২০১৯ সালে এবং ট্রেইলার মুক্তি পায় ২৪ জানুয়ারি ২০১৯ সালে।

প্রোডিউসার দীনেশ ভিজান পুলওয়ামা এটাক এর জন্য পাকিস্তানে সিনেমাটি মুক্তি দিতে নিষেধ করেন।১৯ এপ্রিল ২০১৯ সালে সিনামাটি থিয়েটারে মুক্তির ৫০ দিন পূর্ণ করে।

টেলিভিশন প্রিমিয়ার

[সম্পাদনা]

লুকা ছুপি বছরের ৩য় সর্বোচ্চ ১.২৫ কোটি ইম্প্রেশন পেয়েছে।

হোম ভিডিও

[সম্পাদনা]

লুকা ছুপি জুন ২০১৯ হতে নেটফ্লিক্স এবং জিও সিনেমায় (বিওডি) পাওয়া যাবে।

সাউন্ডট্র্যাক

[সম্পাদনা]
লুকা ছুপি
তানিশক বাগচি,হোয়াইট নয়েস,অভিজিত বগনানি
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২২ ফেব্রুয়ারি ২০১৯ (2019-02-22)[]
শব্দধারণের সময়২০১৮
ঘরানাফেচার ফ্লিম সাউন্ডট্রেক
দৈর্ঘ্য১৫:২৬
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
বহিঃস্থ অডিও
audio icon ইউটিউবে Audio Jukebox
তানিশক বাগচি কালক্রম
ফ্রড সাইয়া
(২০১৯)
লুকা ছুপি
(২০১৯)
কেসরি
(২০১৯)
অভিজিত বগনানি কালক্রম
আমাবাস
(২০১৯)
লুকা ছুপি
(২০১৯)
হোয়াইট নয়েস কালক্রম
ভিরে দি ওয়েডিং
(২০১৮)
লুকা ছুপি
(২০১৯)
ট্র্যাক তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারগায়কদৈর্ঘ্য
১."পোস্টার লাগা দো"হোয়াইট নয়েসহোয়াইট নয়েসমিকা সিং, সুনন্দা শর্মা২:৫৮
২."কোকা কোলা"মেলো ডি,টনি কাক্কারতানিশক বাগচিটনি কক্কড়, নেহা কক্কড়২:৫৯
৩."ফোটো"নিরমণতানিশক বাগচিকরণ শেম্বি২:৫৭
৪."তু লঙ্গ মে এলাচি"কুনাল বর্মাতানিশক বাগচিতুলসী কুমার২:৫৯
৫."দুনিয়া"কুনাল বর্মাঅভিজিত বগনানিআখিল,দানভি ভানসালি৩:৫০
মোট দৈর্ঘ্য:১৫:২৬

বক্স অফিস

[সম্পাদনা]

সিনেমাটি মুক্তির প্রথম দিনে ৮.০১কোটি রুপি আয় করে এবং বছরের ৪র্থ সর্বোচ্চ প্রথম দিনের আয়কারি সিনেমা হয়ে যায়। সিনমাটি ২য় এবং ৩য় দিনে যথাক্রমে ১০.০৮কোটি রুপি এবং ১৪.০৪কোটি রুপি আয় করে। সিনেমাটি প্রথম সপ্তাহে ৩২.১৩ কোটি রুপি আয় করে। সিনেমাটি বিশ্বে ১২৬.১৩ কোটি রুপি আয় করে এবং বক্স অফিস ইন্ডিয়া একে অর্থনৈতিকভাবে সফল ঘোষণা করে। []

সিকুয়েল

[সম্পাদনা]

চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি লুকা ছুপি ২ ২০২০ সালে মুক্তি পাবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]