লুকাস আলারিও

লুকাস আলারিও
২০১৮ সালে বায়ার লেভারকুজেনের হয়ে আলারিও
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুকাস নিকোলাস আলারিও
জন্ম (1992-10-08) ৮ অক্টোবর ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান তোস্তাদো, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্তেরনাসিওনাল
জার্সি নম্বর ৩১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৪, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লুকাস নিকোলাস আলারিও (স্পেনীয়: Lucas Alario, স্পেনীয় উচ্চারণ: [lˈukas alˈaɾjo]; জন্ম: ৮ অক্টোবর ১৯৯২; লুকাস আলারিও নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলীয় ক্লাব ইন্তেরনাসিওনাল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আলারিও ২০১৬ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লুকাস নিকোলাস আলারিও ১৯৯২ সালের ৮ই অক্টোবর তারিখে আর্জেন্টিনার তোস্তাদোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৬ সালের ১লা সেপ্টেম্বর তারিখে, ২৩ বছর, ১০ মাস ও ২৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলারিও উরুগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৭১তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় লুকাস প্রাতোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি আর্জেন্টিনা ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আলারিও সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৮ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০১৬
২০১৭
২০১৯
২০২০
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]