ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লুকাস আলেক্সান্দ্রে গালনিদো দে আজেভেদো | ||
জন্ম | ২৬ ফেব্রুয়ারি ২০০১ | ||
জন্ম স্থান | বারা মান্সা, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভাস্কো দা গামা | ||
জার্সি নম্বর | ২৮ | ||
যুব পর্যায় | |||
২০১৫–২০২০ | ভাস্কো দা গামা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০২০– | ভাস্কো দা গামা | ১৬ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৭ | ব্রাজিল অনূর্ধ্ব-১৭ | ৫ | (০) |
২০১৯– | ব্রাজিল অনূর্ধ্ব-২৩ | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৪৮, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪৮, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুকাস আলেক্সান্দ্রে গালনিদো দে আজেভেদো (পর্তুগিজ: Lucão; জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০০১; লুকাও নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর ক্লাব ভাস্কো দা গামা এবং ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৫ সালে, মাত্র ১৪ বছর বয়সে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব ভাস্কো দা গামার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে লুকাও ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০২০ সালে, ব্রাজিলীয় ক্লাব ভাস্কো দা গামার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।
২০১৫ সালে, লুকাও ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
লুকাস আলেক্সান্দ্রে গালনিদো দে আজেভেদো ২০০১ সালের ২৬শে ফেব্রুয়ারি তারিখে ব্রাজিলের বারা মান্সায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
লুকাও জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২][৩]