![]() ২০২২ সালে লুকাস | ||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | লুকাস ফ্রঁসোয়া বের্নার এরনঁদেজ | |||||||||||||||||||
জন্ম | ১৪ ফেব্রুয়ারি ১৯৯৬ | |||||||||||||||||||
জন্ম স্থান | মার্সেই, ফ্রান্স | |||||||||||||||||||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | |||||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | |||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | |||||||||||||||||||
জার্সি নম্বর | ২১ | |||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||
২০০৫–২০০৭ | রায়ো মাহাদাহোন্দা | |||||||||||||||||||
২০০৭–২০১৪ | আতলেতিকো মাদ্রিদ | |||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||
২০১৪–২০১৫ | আতলেতিকো মাদ্রিদ বি | ২১ | (১) | |||||||||||||||||
২০১৪–২০১৯ | আতলেতিকো মাদ্রিদ | ৬৭ | (১) | |||||||||||||||||
২০১৯– | বায়ার্ন মিউনিখ | ৭৪ | (০) | |||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||
২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-১৬ | ১ | (০) | |||||||||||||||||
২০১৪ | ফ্রান্স অনূর্ধ্ব-১৮ | ২ | (০) | |||||||||||||||||
২০১৪–২০১৫ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১৩ | (০) | |||||||||||||||||
২০১৫ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৩ | (০) | |||||||||||||||||
২০১৬–২০১৭ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৯ | (০) | |||||||||||||||||
২০১৮– | ফ্রান্স | ৩৬ | (০) | |||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:২০, ১৬ জানুয়ারী ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:২০, ১৬ জানুয়ারী ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুকাস ফ্রঁসোয়া বের্নার এরনঁদেজ (ফরাসি : [lukas ɛʁnɑ̃dɛz, - ɛʁnandɛs],[১][২] ইংরেজি: Lucas Hernandez; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৯৬; লুকাস এরনঁদেজ নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[৩]
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
আতলেতিকো মাদ্রিদ | ২০১৪–১৫ | লা লিগা | ১ | ০ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪ | ০ |
২০১৫–১৬ | ১০ | ০ | ২ | ০ | ৪ | ০ | — | ১৬ | ০ | |||
২০১৬–১৭ | ১৫ | ০ | ৫ | ০ | ৪ | ০ | — | ২৪ | ০ | |||
২০১৭–১৮ | ২৬ | ০ | ৬ | ০ | ১১ | ০ | — | ৪৩ | ০ | |||
সর্বমোট | ৫২ | ০ | ১৬ | ০ | ১৯ | ০ | ০ | ০ | ৮৭ | ০ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ফ্রান্স | ২০১৮ | ২ | ০ |
মোট | ২ | ০ |
ফ্রান্স
বায়ার্ন মিউনিখ