লুকাস টিল | |
---|---|
জন্ম | লুকাস ড্যানিয়েল টিল ১০ আগস্ট ১৯৯০ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
পরিচিতির কারণ | হ্যাবোক |
লুকাস ড্যানিয়েল টিল(জন্মঃ ১০আগস্ট, ১৯৯০) একজন আমেরিকার অভিনেতা। তার অভিনয় জীবন শুরু হয় ২০০০এর শুরুর দিকে।
লুকাস ড্যানিয়েল টিল ১০আগস্ট, ১৯৯০সালে ফর্ট হুড, টেক্সাসে জন্মগ্রহণ করেন। তার মা ডানা লিন ও বাবা জন মার্ক টিল, যিনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল।[১][২][৩] তার মা পেশায় একজন রসায়নবিদ।[৪] টিলের শৈশব কাটে জর্জিয়ার আটলান্টাতে। সে কেল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।
বছর | পরস্কার | বিভাগ | কাজ | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০০৯ | ১১তম টিন চয়েস এওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টরঃ সঙ্গিত/নাচ | মনোনীত | ||
চয়েস মুভিঃ লিপলক (যৌথভাবে পেয়েছেন মিলে সাইরাস) | মনোনীত | ||||
২০১১ | ১৩তম টিন চয়েস এওয়ার্ডস | চয়েস মুভিঃ কেমিস্ট্রি (যৌথভাবে পেয়েছেন জেনিফার লরেন্স, নিকোলাস হোল্ট, জো ক্র্যাভিটজ) | মনোনীত | ||
২০১৮ | ২০তম টিন চয়েস এওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টর: অ্যাকশন | মনোনীত |