ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লুকাস সেবাস্তিয়ান তোরেইরা দি পাস্কুয়া | ||
জন্ম | ১১ ফেব্রুয়ারি ১৯৯৬ | ||
জন্ম স্থান | ফ্রায় বেন্তোস, উরুগুয়ে | ||
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | গালাতাসারায় | ||
জার্সি নম্বর | ৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৭, ১১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুকাস সেবাস্তিয়ান তোরেইরা দি পাস্কুয়া (স্পেনীয়: Lucas Torreira, স্পেনীয় উচ্চারণ: [ˈlukas toˈrejɾa]; জন্ম: ১১ ফেব্রুয়ারি ১৯৯৬; লুকাস তোরেইরা নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব গালাতাসারায় এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
তোরেইরা ২০১৮ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
লুকাস সেবাস্তিয়ান তোরেইরা দি পাস্কুয়া ১৯৯৬ সালের ১১ই ফেব্রুয়ারি তারিখে উরুগুয়ের ফ্রায় বেন্তোসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তোরেইরা কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
উরুগুয়ে | ২০১৮ | ১৩ | ০ |
২০১৯ | ১০ | ০ | |
২০২০ | ৩ | ০ | |
২০২১ | ৯ | ০ | |
২০২২ | ৪ | ০ | |
সর্বমোট | ৩৯ | ০ |