![]() ২০১১ সালে আর্জেন্টিনার হয়ে খেলছেন বিগলিয়া | |||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | লুকাস রদ্রিগো বিগলিয়া | ||||||||||||||||||||||||||||
জন্ম | ৩০ জানুয়ারি ১৯৮৬ | ||||||||||||||||||||||||||||
জন্ম স্থান | মের্সেদেস, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা | ||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭৮ মি (৫ ফু ১০ ইঞ্চি)[১][২] | ||||||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় | ||||||||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||||||||||||||
বর্তমান দল | মিলান | ||||||||||||||||||||||||||||
জার্সি নম্বর | ২১ | ||||||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||||||||||||||
২০০৪–২০০৫ | আর্জেন্টিনোস জুনিয়র্স | ১৭ | (১) | ||||||||||||||||||||||||||
২০০৫–২০০৬ | ইন্ডিপেন্দিয়েন্তে | ৪৯ | (০) | ||||||||||||||||||||||||||
২০০৬–২০১৩ | আন্ডারলেচ | ২২১ | (১২) | ||||||||||||||||||||||||||
২০১৩–২০১৭ | লাজিও | ১০৯ | (১৩) | ||||||||||||||||||||||||||
২০১৭– | মিলান | ২৪ | (১) | ||||||||||||||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||||||||||||||
২০০৩ | আর্জেন্টিনা অনূর্ধ্ব ১৭ | ৩ | (১) | ||||||||||||||||||||||||||
২০০৫ | আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ | ৮ | (১) | ||||||||||||||||||||||||||
২০১১– | আর্জেন্টিনা | ৫৭ | (১) | ||||||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৮ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
লুকাস রদ্রিগো বিগলিয়া (স্পেনীয় উচ্চারণ: [ˈlukaz roˈðɾiɣo ˈβiɣlja];[ক] জন্ম: ৩০ জানুয়ারি ১৯৮৬)[৩] হলেন আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার, যিনি ইতালীয় ক্লাব মিলান এবং আর্জেন্টিনার হয়ে একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে, আর্জেন্টিনোস জুনিয়র্স এবং ইন্ডিপেন্দিয়েন্তের মতো ক্লাবে খেলেছেন। অতঃপর তিনি আন্ডারলেচে প্রায় ৭ মৌসুম অতিবাহিত করেন, যেখানে তিনি বেলজিয়ান প্রো লিগে ৩১২টি ম্যাচ খেলেন এবং ৪টি লিগ শিরোপা জয়লাভ করেন। ২০১৭ সালে মিলানে যোগদানের পূর্বে তিনি লাজিও-এ ৪ মৌসুম অতিবাহিত করেন।
২০১১ সালে প্রথমবারের মতো বিগলিয়া সিনিয়র দলে ডাক পান এবং তিনি তার পূর্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব ১৭ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলেছেন। তিনি অনূর্ধ্ব ২০ পর্যায়ের হয়ে খেলার সময় ২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন।[৪] তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপে তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তারা রানার-আপ হয়েছিল। এছাড়াও তিনি ৩টি কোপা আমেরিকায় খেলেছেন, যার মধ্যে ২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৬ কোপা আমেরিকায় তারা রানার-আপ হয়েছিল।
২০১১ সালের ২০শে ডিসেম্বর, দে স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন অনুযায়ী, বিগলিয়া তার বাল্যকালের বান্ধবী সেসিলিয়া আম্ব্রসিওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার দুজনে সিয়েরা লিওনের ফ্রিটাউনের দ্য প্যালেস টকেহ স্যান্ডসে বিবাহ করেন।[৫] তাদের দুজনের একটি কন্যা সন্তান রয়েছে, যে ২০০৯ সালে জন্মগ্রহণ করেছে।[৬][৭][৮] বেলজিয়ামে তিন বছর বসবাসের পর, বিগলিয়ার ইতালীয় উত্তরাধিকারীর জন্য তিনি ইতালীয় নাগরিকত্ব লাভ করেন।[৯]