ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লুথার ওয়েসলি সিং[১] | ||
জন্ম | ৫ আগস্ট ১৯৯৭ | ||
জন্ম স্থান | সোয়েতো, দক্ষিণ আফ্রিকা[২] | ||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রাগা | ||
যুব পর্যায় | |||
২০০৮–২০১৫ | স্টার্স অব আফ্রিকা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | জিএআইএস | ৩৬ | (১১) |
২০১৭– | ব্রাগা যুব | ৫২ | (১৪) |
২০১৯ | → শাভিশ (ধার) | ১৭ | (২) |
২০১৯–২০২০ | → মোরেইরেন্সে (ধার) | ২১ | (৩) |
২০২০–২০২১ | → পাসোস দে ফেরেইরা (ধার) | ২৭ | (৫) |
জাতীয় দল‡ | |||
২০১৬– | দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২০ | ১৩ | (৯) |
২০১৯- | দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ | ২ | (১) |
২০১৭– | দক্ষিণ আফ্রিকা | ৯ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৩৩, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩৩, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুথার ওয়েসলি সিং (ইংরেজি: Luther Singh; জন্ম: ৫ আগস্ট ১৯৯৭; লুথার সিং নামে সুপরিচিত) হলেন একজন দক্ষিণ আফ্রিকান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব ব্রাগা এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, লুথার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২০ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। পরের বছর তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ৩টি গোল করেছেন।
ব্যক্তিগতভাবে, লুথার বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭ আফ্রিকা অনূর্ধ্ব-২০ কাপ অব নেশন্সের গোল্ডেন বুট জয় অন্যতম।[৪]
লুথার ওয়েসলি সিং ১৯৯৭ সালের ৫ই আগস্ট তারিখে দক্ষিণ আফ্রিকার সোয়েতোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
লুথার জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৫][৬]