লুনা ২৫ | |||||
---|---|---|---|---|---|
![]() লুনা ২৫ মুন ল্যান্ডারের প্রাথমিক নকশা | |||||
নাম | লুনা-গ্লোব ল্যান্ডার | ||||
অভিযানের ধরন | প্রযুক্তি, গবেষণা | ||||
পরিচালক | SRI RAS (IKI RAN) | ||||
অভিযানের সময়কাল | 1 year (planned) ১ বছর, ৭ মাস, ১৭ দিন (in progress)[১] | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | রোবোটিক ল্যান্ডার | ||||
প্রস্তুতকারক | ল্যাভোস্কিন | ||||
উৎক্ষেপণ ভর | ১,৭৫০ কিলোগ্রাম (৩,৮৬০ পাউন্ড)[২] | ||||
পেলোড ভর | ৩০ কিলোগ্রাম (৬৬ পাউন্ড) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ১০ আগস্ট ২০২৩, ২৩:১০ UTC[৩] | ||||
উৎক্ষেপণ রকেট | সয়ূজ-২ / Fregat[৪] | ||||
উৎক্ষেপণ স্থান | ভাস্তোচিনি কসমাদ্রোম[৫] | ||||
Moon ল্যান্ডার | |||||
অবতরণের তারিখ | ২১ আগষ্ট, ২০২৩ | ||||
অবতরণ স্থল | বোগুস্লাভস্কি ক্লাটার[৬][৭] | ||||
----
|
লুনা ২৫ হলো রাশিয়ার জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস কর্তৃক পরিচালিত একটি চন্দ্র অভিযান। এটি বোগুস্লাভস্কি ক্র্যাটারে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। [২] মিশনটিকে প্রাথমিকভাবে লুনা-গ্লোব ল্যান্ডার বলা হতো। ১৯৭০ এর দশক থেকে সোভিয়েত লুনা প্রোগ্রামের ধারাবাহিকতার উপর জোর দেওয়ার জন্য এটির নাম পরিবর্তন করে লুনা ২৫ রাখা হয়। যদিও এটি এখনও লুনা-গ্লোব চন্দ্র অন্বেষণ প্রোগ্রামের অংশ হিসেবে ধারণা করা হয়। লুনা-২৫ মিশনটি ১০ আগস্ট, ২০২৩, ২৩:১০ UTC-এ রাশিয়ার সুদূর পূর্ব আমুর অঞ্চলের ভাস্তোচিনি কসমাদ্রোম থেকে একটি সয়ুজ-২.১ বি রকেটের সাহায্যে উৎক্ষেপন করা হয়। [৮] কিন্তু এ অভিযানটি ব্যার্থ হয়
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) সর্বশেষ ১৯৭০ এর দশকের মাঝামাঝি সময়ে লুনা ২৪ এর মাধ্যমে চন্দ্র অভিযান পরিচালনা করেছিল। ১৯৯০ এর দশকের শেষের দিকে লুনা ২৫ এর ন্যাসেন্ট পরিকল্পনা শুরু হয়েছিল। ১৯৯৮ সালের মধ্যে দুটি মহাকাশযানের নকশার মূল্যায়ন করা হয়েছিল। প্রকল্পটিকে পুনরুজ্জীবিত ও সম্পূর্ণ করার প্রচেষ্টা ২০০০-এর দশক জুড়ে অব্যাহত ছিল।[৯]
<ref>
ট্যাগ বৈধ নয়; forbes-20190726
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; ria-20200317
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি