লুনানা | |
---|---|
ལུང་ནག་ན་ཁ་ | |
দেশোদ্ভব | ভুটান |
অঞ্চল | লুনানা গেয়ং, গাছা জেলা |
মাতৃভাষী | (১৯৯৮ অনুযায়ী ৭০০)[১]
|
সিনো-তীব্বতীয়
| |
Tibetan | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | luk |
গ্লোটোলগ | luna1243 [২] |
লুনানা উপভাষা, তীব্বতীয় ভাষা থেকে উৎপত্তি নেয়া ভুটানের একটি উপভাষা। ভুটানের গাছা [Gasa District] অঞ্চলে মুলত এই ভাষার প্রচলন বেশি।[৩] জংখা ভুটানের মুল ভাষা, এরই একটি উপভাষা লুনানা, এবং ইয়াক চারণকারী [মেষপালক] গোষ্ঠীরা এই ভাষায় কথা বলে। ভুটানের উত্তরাঞ্চলের গাছা এলাকায় একটা গ্রাম আছে লুনানা যেখানে এই ভাষার অধিবাসীরা বসবাস করে।[৪]