লুপিটা নিয়ংও | |
---|---|
ইংরেজি: Lupita Nyong'o | |
জন্ম | লুপিটা আমোন্ডি ইয়ংও ১ মার্চ ১৯৮৩ |
নাগরিকত্ব | কেনিয়া মেক্সিকো |
মাতৃশিক্ষায়তন | হ্যাম্পশায়ার কলেজ (বিএ ইয়েল বিশ্ববিদ্যালয় (এমএফএ) |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
পিতা-মাতা | পিটার আনিয়াং নিয়ংও (পিতা) ডরথি ওগাদা বুয়ু নিয়ংও (মাতা) |
লুপিটা আমোন্ডি নিয়ংও (ইংরেজি: Lupita Amondi Nyong'o; আধ্বব: [luˈpiːtɑː ˈɲɔːŋɔ]; জন্ম: ১ মার্চ ১৯৮৩)[১] হলেন একজন কেনীয়-মেক্সিকান অভিনেত্রী। তিনি একটি একাডেমি পুরস্কার জয় এবং দুটি প্রাইমটাইম এমি পুরস্কার ও একটি টনি পুরস্কারের মনোনয়নসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
কেনীয় রাজনীতিবিদ পিটার আনিয়াং নিয়ংওর কন্যা লুপিটা মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন এবং তিন বছর বয়স থেকে কেনিয়ায় বেড়ে ওঠেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাম্পশায়ার কলেজ থেকে চলচ্চিত্র ও নাট্যকলায় স্নাতক ডিগ্রি অর্জন করার পর হলিউডে নির্মাণ সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইস্ট রিভার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় এবং কেনিয়ায় ফিরে গিয়ে টেলিভিশন ধারাবাহিক শুগা (২০০৯-২০১২)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করনে। এরপর তিনি ইয়েল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর স্টিভ ম্যাকুইনের ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্র টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ (২০১৩) চলচ্চিত্রে প্যাটসি চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি অস্কার বিজয়ী প্রথম কেনীয় ও মেক্সিকান অভিনেত্রী।[২][৩]
নিয়ংওর ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় এক্লিপসড (২০১৫) নাটকে এতিম কিশোরী চরিত্রে এবং এই কাজের জন্য তিনি মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] তিনি স্টার ওয়ার্স (২০১৫-২০১৯) ত্রয়ীতে মাজ কানাটা চরিত্রে অভিনয় করেন, দ্য জাঙ্গল বুক (২০১৬) চলচ্চিত্রে রাক্সা চরিত্রে কণ্ঠ দেন এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র ব্ল্যাক প্যান্থার (২০১৮) ও এর অনুবর্তী পর্ব ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (২০২২)-এ নাকিয়া চরিত্রে এবং জর্ডান পিলের ভীতিপ্রদ চলচ্চিত্র আস (২০১৯)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।
লুপিটা আমোন্ডি নিয়ংও ১৯৮৩ সালের ১লা মার্চ মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন।[৫][৬][৭][৮] তার পিতা পিটার আনিয়াং নিয়ংও কলেজের অধ্যাপক এবং মাতা ডরথি ওগাদা বুয়ু।[৯][১০] তারা দুজনেই কেনীয়। ১৯৮০ সালে রাজনৈতিক সহিংসতার পর তার পরিবার কেনিয়া ছেড়ে মেক্সিকোতে পাড়ি জমান। পিটারের ভাই চার্লস নিয়ংও ১৯৮০ সালে ফেরি থেকে ফেলে দেওয়ার পর থেকে নিখোঁজ।[১১]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০৮ | ইস্ট রিভার | এফ | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৩ | টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ | প্যাটসি | |
২০১৪ | নন-স্টপ | গুয়েন লয়েড | |
২০১৫ | স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স | মাজ কানাটা | (কণ্ঠ) |
২০১৬ | দ্য জাঙ্গল বুক | রাকশা | (কণ্ঠ) |
কুইন অব কাটউই | নাকু হ্যারিয়েট | ||
২০১৭ | স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই | মাজ কানাটা | (কণ্ঠ) |
২০১৮ | ব্ল্যাক প্যান্থার | নাকিয়া | |
২০১৯ | লিটল মনস্টার্স | মিস অড্রি ক্যারোলাইন | |
আস | অ্যাডিলেড উইলসন / রেড | ||
স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার | মাজ কানাটা | (কণ্ঠ) | |
২০২২ | দ্য থ্রি ফিফটি ফাইভ | খাদিজাহ আদিয়েম | |
ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার | নাকিয়া | ||
২০২৪ | আ কোয়ায়েট প্লেস: ডে ওয়ান | নির্মাণাধীন |
I was born in Mexico because my father was teaching at a school in Mexico City.