লুফিলুফি পিউলা | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ১৩°৫১′ দক্ষিণ ১৭১°৩৫′ পশ্চিম / ১৩.৮৫০° দক্ষিণ ১৭১.৫৮৩° পশ্চিম | |
দেশ | সামোয়া |
জেলা | আতুয়া |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ৯৪৯ |
সময় অঞ্চল | -১১ |
লুফিলুফি হল সামোয়ার উপোলু দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক গ্রাম। গ্রামটি নির্বাচনী এলাকা (ফাইপুলে জেলা ) আনোয়ামা পূর্বের অংশ যা আটুয়ার বৃহত্তর রাজনৈতিক জেলার মধ্যে রয়েছে।[১] গ্রামের জনসংখ্যা ৯৪৯ জন।[২]
লুফিলুফি হল আতুয়া জেলার ঐতিহ্যবাহী কেন্দ্র এবং রাজকীয় Tui Atua pāpā উপাধির আবাসস্থল। 'ফালেওনো' (ছয়জনের ঘর) বক্তা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত, এটি তুই আতুয়া নিয়োগের ক্ষমতাও ন্যস্ত। লুফিলুফির সম্মানসূচক অভিবাদনের মধ্যে 'মাতুয়া ও আতুয়া', (প্রধান, বা আতুয়ার প্রবীণ) উপাধি অন্তর্ভুক্ত রয়েছে।