লুম্বিনী অঞ্চল लुम्बिनी अञ्चल | |
---|---|
অঞ্চল | |
Country | Nepal |
রাজধানী | ভূতল |
সময় অঞ্চল | নেপাল প্রমাণ সময়( এনএসটি) (ইউটিসি+5:45) |
লুম্বিনী অঞ্চল (নেপালি: लुम्बिनी अञ्चल ), নেপালের ১৪টি অঞ্চলের একটি অঞ্চল। এখানকার লুম্বিনী শহর গৌতম বুদ্ধের জন্মস্থান[১]। একটি বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। কাঠমান্ডু থেকে ২৪০ কি.মি. পশ্চিমে অবস্থিত ভুতল হচ্ছে এর প্রধান শহর এবং এই শহরটিকে নেপাল-ভারত এর প্রধান সংযোগ সড়ক হিসাবে ব্যবহার করা হয়।[২]
লুম্বিনী অঞ্চল ৬টি জেলায় বিভক্ত :
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |