লুসিফার | |
---|---|
পরিচালক | পৃথ্বীরাজ সুকুমারন |
প্রযোজক | অ্যান্টনি পেরুম্বাবুর |
রচয়িতা | মুরলি গোপী |
শ্রেষ্ঠাংশে | কুশীলব |
সুরকার | দীপক দেব |
চিত্রগ্রাহক | সুজিত বাসুদেব |
সম্পাদক | সমজিত মোহাম্মদ |
প্রযোজনা কোম্পানি | আশির্বাদ সিনেমাস |
পরিবেশক | ম্যাক্সল্যাব সিনেমাস অ্যান্ড এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | মালয়ালম |
আয় | ₹২০০ কোটি[১] |
লুসিফার হল পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত ২০১৯ সালের ভারতীয় মালয়ালম ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন মুরলি গোপী। আশির্বাদ সিনেমাসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাবুর। এটি পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালিত প্রথম চলচ্চিত্র।[২] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, মঞ্জু ওয়ারিয়ার, পৃথ্বীরাজ সুকুমারন, টবিনো টমাস, ইন্দ্রজিৎ সুকুমারন, সানিয়া আইয়াপ্পন, সাইকুমার, কলাভবন শাজন, ও নায়লা ঊষা। চলচ্চিত্রটির সুর করেছেন দীপক দেব এবং চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন সুজিত বাসুদেব।