লে সোয়ার ডি'আলগেরি (আইএসএসএন 1111-0074) আলজেরিয়ার আলজিয়ার্স ভিত্তিক একটি ফরাসি ভাষার সন্ধ্যা পত্রিকা।
লে সোয়ার ডি'আলগেরি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [১] প্রথম সাত মাস পর এর প্রচলন দেড় হাজার অনুলিপিতে পৌঁছেছিল। [২] কাগজটি ব্যক্তি মালিকানাধীন [১] এবং সদর দফতরটি আলজিয়ার্সে। [৩] নব্বইয়ের দশকে এবং ২০০০-এর দশকের শুরুতে কাগজটি স্বাধীন রাজনৈতিক অবস্থানে ছিল। [৪] [৫]
২০০৩ সালের আগস্টে লে সোয়ার ডি'আলগেরি রাষ্ট্র পরিচালিত মুদ্রণ প্রেসে এর ঋণের কারণে সাময়িকভাবে প্রকাশনা বন্ধ করে দিয়েছিল। [৬] ফুয়াদ বাঘানিম পত্রিকার প্রধান-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [২]