লেইলা ফারসাখ (আরবি: ليلى فرسخ) (জন্ম ১৯৬৭) একজন ফিলিস্তিনি অর্থনীতিবিদ যিনি জর্ডানে জন্মগ্রহণ করেন এবং ম্যাসাচুসেটস বস্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।[১] তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতি, তুলনামূলক রাজনীতি এবং আরব-ইসরায়েলি সংঘাতের রাজনীতি বিষয়ে তিনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ফারসাখ যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল (১৯৯০) এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন (২০০৩)।[১]
ফারসাখ হার্ভার্ড সেন্টারের মধ্যপ্রাচ্যের গবেষণায় পোস্ট ডক্টরেট করেন এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যাফিলিয়েট হিসেবেও কাজ করেন।[১]
তিনি প্যারিসের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (১৯৯৩-১৯৯৬) এবং ফিলিস্তিনের রামাল্লাহায় অবস্থিত অর্থনৈতিক নীতি গবেষণা ইনস্টিটিউট সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন।[২]
২০০১ সালে তিনি ম্যাসাচুসেটস-এর ক্যামব্রিজের ক্যামব্রিজ শান্তি কমিশন থেকে পিচ এন্ড জাস্টিস এওয়ার্ড লাভ করেন।[২]
ফারসাখ জেরুজালেম ২০৫০-র সহ-পরিচালক হিসেবে কর্মরত আছেন, যেটি একটি সমস্যা সমাধানের প্রকল্প যার অর্থায়নে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির আরবান স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং বিভাগ এবং দি সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগ।[৩] তিনি ফিলিস্তিনি অর্থনীতি সম্পর্কিত বিষয় এবং ওসলো শান্তি প্রক্রিয়ার, আন্তর্জাতিক অভিবাসন ও আঞ্চলিক একতা, উপর ব্যাপকভাবে লেখালেখি করেছেন।[৩]
ফারসাখ বেসরকারী প্রতিষ্ঠান রেসিস্ট (RESIST) (www.resistinc.org) এর বোর্ডের সদস্য ছিলেন যেটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটি সামাজিক পরিবর্তনে তৃণমূল আন্দোলনকে সহয়তা ও সমর্থন প্রদানের জন্য আর্থিক ও আইনি সহায়তা প্রদান করত।[৪]
লেইলা ফারসাখের জীবনী
- প্যালেস্টেনিয়ার লেবার মাইগ্রেশন টু ইসরায়েল: লেবার, ল্যান্ড এন্ড অকুপেশন (২০০৫), টেলর ও ফ্রান্সিস লিমিটেড, যুক্তরাজ্য। আইএসবিএন ০-৪১৫-৩৩৩৫৬-৩.[৫]
- কমমেমোর্যাটিং দি নাকসা, ইভোকিং দি নাকবা, (গেস্ট এডিটর), ইলেকট্রনিক জার্নাল অব মিডিল ইস্টার্ন স্টাডিজ, স্প্রিং ২০০৮, এমআইটি, বোস্টন ২০০৮।*
- ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, এমপ্লয়মেন্ট এন্ড ইন্টারন্যাশেনাল মাইগ্রেশন, (ডেভিড ও’কর্নারের সহ-সম্পাদনায়), ওইসিডি ডেভেলপমেন্ট সেন্টার পাবলিকেশনস, প্যারিস, ১৯৯৬।
- প্যালেস্টেনিয়ান এমপ্লয়মেন্ট ইন ইসরায়েল: ১৯৬৭-১৯৯৭ (১৯৯৮), রামাল্লাহ।
- দি ওয়ান স্টেট সল্যুয়শন এন্ড দি ইসরায়েলি-প্যালেস্টানিয়ান কলপ্লিক্ট: প্যালেস্টেনিয়ান চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস, মিডেল ইস্ট জার্নাল, খন্ড ৬৪ নম্বর ১, উইন্টার ২০১১, পৃষ্ঠা ২০-৪৫।
- “ইনট্রোডাকশন – এনগেইজিং ইসলাম: ফেমিনিজম, রেলিজিওসিটিন এন্ড সেল্ফ-ডিটারমিনাশনস” সহ-লেখক ইলোরা চৌধুরী এবং রাজিনি শ্রীকান্ত, ইন্টারন্যাশনাল ফেমিনিস্ট জার্নাল অব পলিটিক্স, সংখ্যা ১০, নং ৪, ডিসেম্বর ২০০৮, পৃষ্ঠা ৪৩৯-৪৫৪.
- লীগেসি অব প্রমিজ ফর মুসলিমস[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দি বোস্টন গ্লোব, সহ লেখক ইলোরা চৌধুরী, ১১ সেপ্টম্বর ২০০৭
- উইথ আদার্স : স্টেইটমেন্ট: ওয়ান কান্ট্রি, ওয়ান স্টেট ৯ জুলাই , ইলেক্ট্রোনিক ইন্তিফাদা
- টাইম ফর এ বাই-ন্যাশনাল স্টেইট, মার্চ ২০০৭ লে মন্ডে ডিপ্লোমেটিক (এছাড়াও এটি ইসরায়েল-প্যালেস্টাইন: টাইম ফর এ বাই-ন্যাশনাল স্টেইট ২০ মার্চ ২০০৭ ইলেক্ট্রোনিক ইন্তিফাদা এ প্রকাশিত হয়)
- দি ইকোনমিক্স অব ইসরায়েলি অকোপেশন : হোয়াট ইজ কোলোনিয়াল অ্যাবাউট ইট? ২০০৬
- ইন্ডিপেনডেন্স, ক্যান্টনস, অর বান্টুস্টানস: ওয়েদার দি প্যালেস্টেনিয়ান স্টেট? [১] সংখ্যা ৫৯, নং ২, স্প্রিং ২০০৫, মিডল ইস্ট জার্নাল
- দি পলিটিক্যাল ইকোনমি অব অ্যাগ্রেরিয়ান চেঞ্জ ইন দি ওয়েস্ট ব্যাংক এন্ড গাজা স্ট্রিপ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], রবার্ট শিউম্যান সেন্টার ফর এডভান্সড স্টাডিজ ওয়ার্কিং পেপার, ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনিস্টিটিউট, ২০০৪.
- ইসরায়েল: এন আপারটাইড স্টেইট? নভেম্বর ২০০৪, লে মন্ডে ডিপ্লোমেটিক
- প্যালেস্টেনিয়ান লেবার ফ্লোস টু ইসরায়েলধ এ ফিনিসড স্টোরি?[২] সংখ্যা ১২৫, অটাম ২০০২, জার্নাল অব প্যালেস্টাইন স্টাডিজ
- প্যালেস্টেনিয়ান ইকোনমি এন্ড দি ওসলো “পিস প্রসেস"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]", দি ন্ট্রান্স-আরব রিসার্চ ইনিস্টিটিউট, ২০০১
- "ভাইবালিটি অব এ প্যালোস্টেনিয়ান স্টেট ইন দি ওয়েস্ট ব্যাংক এন্ড গাজা স্ট্রিপ: ইজ ইট পসিবল উইথআউট টেরিটোরিয়াল ইন্টেগ্রেটি এন্ড সোভার্নজটি?" এমআইটি ইলেক্ট্রোনিক জার্নাল অব মিডেল ইস্ট স্টাডিজ, মে ২০০১
- সিইজ, ক্লোজার, সেপারেশন এন্ড দি প্যালেস্টেনিয়ান ইকোনমি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ২১৭ – উইন্টার ২০০০, মেরিপ
|
---|
সাধারণ | |
---|
জাতীয় গ্রন্থাগার | |
---|
অন্যান্য | |
---|