লেখা ওয়াশিংটন | |
---|---|
জন্ম | ২০ এপ্রিল ১৯৮৬ চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | স্টেলা ম্যারেস কলেজ, চেন্নাই |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
লেখা ওয়াশিংটন হচ্ছেন ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী। তামিল ছাড়াও তেলুগু এবং কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন, এছাড়া হিন্দি চলচ্চিত্র জগতেও পদচারণা আছে তার। চলচ্চিত্রে ঢোকার আগে লেখা ভাস্কর্য বানাতেন এবং মঞ্চ নাটকে অভিনয় করতেন। চেন্নাইতে এসএস মিউজিক নামের একটি চ্যানেল ছিলো, এটাতে লেখা ভিডিও জকী (ভিজে) হিসেবে কাজ করতেন এবং এরপর একটি তামিল চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান, মূলত ২০০৮ সালের তামিল চলচ্চিত্র জায়ামকোন্ডান এ লেখা বড় চরিত্রে অভিনয় করেন, যদিও তিনি এর আগে ১৯৯৯ সালের কাদালার দিনাম এবং ২০০৪ সালের তামিল চলচ্চিত্র আয়থা এড়ুথুএর হিন্দি সংস্করণ যুবা তে ছোটোখাটো ভূমিকায় অভিনয় করেছিলেন।
চেন্নাইতে জন্মগ্রহণকারী লেখার বাবা ছিলেন বিদেশী, একজন ইতালীয় আর মা ছিলেন মারাঠি।[১] চেন্নাইতে বড় হওয়ার কারণে লেখা তামিল ভাষা ভালো করে শিখেছিলেন স্কুল এবং বন্ধুদের কাছ থেকে, যদিও লেখা মারাঠি ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেন।[২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লেখাকে চেন্নাই সুপার কিংসের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে প্রায়ঃশই।[৩]
লেখা চেন্নাইয়ের গুড শেফর্ড কনভেন্টে তার প্রাথমিক পড়াশোনা করেন এবং পরে স্টেলা ম্যারেস কলেজে ভর্তি হন, ফাইন আর্টস নিয়ে পড়েন এখান থেকে।[৪]