পূর্ণ নাম | লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা | |||
---|---|---|---|---|
ডাকনাম | গ্রানোতাস (ব্যাঙ) | |||
প্রতিষ্ঠিত | ৯ সেপ্টেম্বর ১৯০৯ | |||
মাঠ | সিউতাত দে ভালেনসিয়া, ভালেনসিয়া, ভালেনসিয়া, স্পেন | |||
ধারণক্ষমতা | ২৬,৩৫৪[১] | |||
সভাপতি | কিকো কাতালান | |||
প্রধান কোচ | পাকো লোপেস | |||
লিগ | লা লিগা | |||
২০১৯–২০ | ১২তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা (স্পেনীয়: [leˈβante uˈnjon depoɾˈtiβa], [ʎeˈvant uˈnjo espoɾˈtiva]; সাধারণত লেভান্তে ইউডি অথবা শুধুমাত্র লেভান্তে নামে পরিচিত) হচ্ছে ভালেনসিয়া ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[২][৩][৪] লেভান্তে তাদের সকল হোম ম্যাচ ভালেনসিয়ার সিউতাত দে ভালেনসিয়াে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,৩৫৪।[৫][৬][৭] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাকো লোপেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কিকো কাতালান। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় হোসে লুইস মোরালেস নোগালেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, লেভান্তে এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কোপা দে লা এস্পানিয়া লিব্রে শিরোপা, ১টি সেহুন্দা ডিভিশন, ১টি সেহুন্দা ডিভিশন বি এবং ১টি তেরসেরা ডিভিশন শিরোপা রয়েছে।