লেভি | |
---|---|
Levi | |
পরিচালক | ওকেচুক্বু ওকু |
রচয়িতা | বেথরজার্স |
চিত্রনাট্যকার | ওকেচুক্বু ওকু |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আবিওলা |
সম্পাদক | ওকে ওকু |
প্রযোজনা কোম্পানি |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ৯৩ মিনিট |
দেশ | নাইজেরিয়া |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ৮৫ হাজার ডলার (আনুমানিক) |
লেভি (ইংরেজি: Levi) একটি নাইজেরীয় নাট্য চলচ্চিত্র। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ইংরেজি ভাষার এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওকেচুক্বু ওকু। এতে অভিনয় করেছেন রামসে নোয়াহ, ন্যান্সি ইসিমে, দেইয়েমি ওকানলাওন, লিডিয়া ফোরসন ও বিম্বো ম্যানুয়েল প্রমুখ।[১][২]
লেভি চলচ্চিত্রের মূল কাহিনী হচ্ছে লেভি ও সোমির প্রেম। ছোটবেলা থেকেই লেভি (রামসে নোয়াহ) সোমি (ন্যান্সি ইসিমে)-কে ভালোবাসত। লেভি তার স্বপ্নের পেছনে ছুটতে থাকে এবং একপর্যায়ে সফলতা অর্জন করে। সে তার কাজ ভালোভাবেই চালিয়ে যাচ্ছিল, কিন্তু এমতাবস্থায় যার জীবনে একটি বিপর্যয় নেমে আসে। লেভি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যা মারাত্মক হতে পারে। খারাপ পরিণতির ভয়ে, সে মৃত্যুর আগেই তার শৈশবের ক্রাশ সোমিকে খুঁজে বের করে বিয়ে করার এবং একটি পরিবার গঠন করার দ্রুত সিদ্ধান্ত নেয়। কিন্তু সোমি ইতিমধ্যেই বিয়ে করে নিয়েছিল। এটি লেভির প্রথম ব্যর্থতা হতে পারত, কারণ তিনি কখনও কোনও বিষয়ে ব্যর্থ হননি। কিন্তু লেভি এ ব্যর্থতা মেনে নিতে চান না।[৩]
সাল | পুরস্কার | বিভাগ | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১৯ | বেস্ট অব নলিউড অ্যাওয়ার্ড | প্রধান চরিত্রে সেরা অভিনেতা – ইংরেজি | মনোনীত | [৪] |
সেরা পার্শ্ব অভিনেতা – ইংরেজি | বিজয়ী | |||
সেরা চিত্রনাট্য সম্বলিত চলচ্চিত্র | মনোনীত | |||
সেরা সিনেমাটোগ্রাফি সম্বলিত চলচ্চিত্র | মনোনীত | |||
বর্ষসেরা চলচ্চিত্র | মনোনীত | |||
বর্ষসেরা পরিচালক | মনোনীত | |||
সেরা সাউন্ডট্র্যাক সম্বলিত চলচ্চিত্র | মনোনীত | |||
জুলু আফ্রিকান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড | সেরা চিত্র সম্পাদক | বিজয়ী | [৫] | |
সেরা চলচ্চিত্র | বিজয়ী |