লেভি পিন্টো

লেভি পিন্টো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামল্যাভিনহো থমাস পিন্টো
জাতীয়তাভারতীয়
জন্ম(১৯২৯-১০-২৩)২৩ অক্টোবর ১৯২৯
নাইরোবি, কেনিয়া
মৃত্যু১৫ ফেব্রুয়ারি ২০২০(2020-02-15) (বয়স ৯০)
শিকাগো,ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়ামল্লক্রীড়া
বিভাগSprint
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা100 m: 10.6 (1952)
200 m: 21.5 (1956)
পদকের তথ্য
Men's মল্লক্রীড়া
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৫১ নতুন দিল্লি ১০০ মিটার
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৫১ নতুন দিল্লি ২০০ মিটার
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৫১ নতুন দিল্লি ৪×১০০ মিটার রিলে

লাভিনহো থমাস পিন্টো (২৩ শে অক্টোবর ১৯২৯ – ১৫ই ফেব্রুয়ারি ২০২০) ছিলেন একজন ভারতীয় মল্ল্ক্রীড়াবিদ। তিনি ১৯৫১ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে ১০০ মিটার এবং ২০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক জিতেছিলেন। [] তিনি ১৯৫২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [] পিন্টো পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন, শিকাগোতে বসতি স্থাপন করেন। সেখানে তিনি ৯০ বছর বয়সে 2020 সালের ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিযোগিতার রেকর্ড

[সম্পাদনা]
বছর প্রতিযোগিতা ঘটনাস্থল স্থান নোট
 ভারত
১৯৫২ অলিম্পিক হেলসিঙ্কি, ফিনল্যান্ড হিটে চতুর্থ ১০০ মিটার ১০.৯৪/১০.৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ananth, Venkat (১ অক্টোবর ২০১৪)। "The untold story of Lavy Pinto - India's first (and only) 100m Asiad gold medallist"Livemint। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]