লেয়লা লিডিয়া থুয়ুথলু

লেয়লা লিডিয়া থুয়ুথলু
লেয়লা লিডিয়া থুয়ুথলু (২০০৮ সাল)
জন্ম (1989-10-29) ২৯ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৫)
পেশানায়িকা, মডেল
কর্মজীবন২০০৮–বর্তমান
আদি নিবাসইস্তানবুল, তুরস্ক
উপাধিমিস তুরস্ক ২০০৮
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
মিস তুরস্ক ২০০৮
(বিজয়ী)
মিস ওয়ার্ল্ড
(স্থানচ্যুত)

লেয়লা লিডিয়া থুয়ুথলু (জন্ম ২৯ অক্টোবর ১৯৮৯) একজন তুর্কি অভিনেত্রী, মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী। তিনি মিস তুর্কি ২০০৮ প্রতিযোগিতায় বিজয়ী হন। ২০০৮ সালের মিস ওয়ার্ল্ডে তিনি তুরস্কের প্রতিনিধিত্ব করেন।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৮৯ সালে বার্লিনে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয় একজন জার্মান মা এবং একজন তুর্কি বাবার কাছে। প্রাথমিক বিদ্যালয়ের পরে তিনি তুরস্কের কনজারভেটরিতে পিয়ানো এবং বেহালা শিক্ষা গ্রহণ করেন। এই সময়কালে তিনি একটি মডেল এজেন্সিতে কাজ করেন। থুয়ুথলু আনাতোলিয়ান উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হন এবং মডেলিংয়ের জন্য কনজারভেটরি ছেড়ে দেন। একই সময়ে তিনি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষা ও সাহিত্যে অধ্যয়নরত ছিলেন। তিনি তুর্কি, ইংরেজি এবং জার্মান ভাষায় কথা বলতে পারেন। তিনি কিজিম (Kızım) টিভি ধারাবাহিকে কান্দান এর ভূমিকায় অভিনয় করে পরিচিত হন এবং তাকে সম্প্রতি উয়ানিস - বুয়ুক সেলচুক্লু (Uyanış: Buyuk Selçuklu) নামের একটি নতুন তুর্কি ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা বুগ্রা গুলসয়ের সাথে অভিনয় করতে দেখা গিয়েছে।

সৌন্দর্য প্রতিযোগিতা

[সম্পাদনা]

তিনি ২০০৮ সালের মিস তুরস্কের খেতাব অর্জন করেন। ২০০৮ সালের ডিসেম্বরে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন, যেখানে তিনি তুরস্কের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০০৫ সালে তুরস্কের সেরা মডেলের সেরা প্রতিশ্রুতি উপাধিও অর্জন করেছিলেন। তিনি ২০০৬ সালে চীনে মিস ট্যুরিজম কুইন ইন্টারন্যাশনালে অংশ নিয়ে আন্তর্জাতিক রাজকন্যা সম্মান অর্জন করেন। ২০০৭ সালে, তিনি "সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ মডেল" হিসাবে টিভি ফ্যাশন অস্কার জেতেন।

টেলিভিশন
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০০৮–২০০৯ ইএস-ইএস ইরিম প্রধান চরিত্র
২০১০–২০১১ কিরলি বেয়াজ মেলিস পার্শ্ব চরিত্র
২০১২–২০১৫ কারাদায়ি সঙ্গুল কারা পার্শ্ব চরিত্র
২০১৫–২০১৬ কিরালিক আশক ইজ পার্শ্ব চরিত্র
২০১৬ তাতলি ইন্তেকাম পেলিন প্রধান চরিত্র
২০১৭ বু সেহির আরকান্দান গেলেচেক দেরিন প্রধান চরিত্র
২০১৮–২০১৯ কিযিম কান্দান প্রধান চরিত্র
২০২০ উয়ানিস - বুয়ুক সেলচুক্লু এলচিন প্রধান চরিত্র
সিনেমা
বছর শিরোনাম ভূমিকা বিঃদ্রঃ
২০১৩ গুঞ্চে আসলি পার্শ্ব চরিত্র
২০১৪ ইচিমদেকি সেস আয়সিল প্রধান চরিত্র
২০১৫ দেলিবাল ফুসুন প্রধান চরিত্র
২০১৮ দিসারদা ২ মেরিয়ম পার্শ্ব চরিত্র
২০১৮ চেবিমদেকি ইয়াবাঞ্চি তুবা প্রধান চরিত্র

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Beyaz Show'un bu haftaki konuklarindan olan Leyla Lydia Tugutlu kimdir?" (তুর্কি ভাষায়)। Millyet। ৬ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৫ 
  2. "Leyla Lydia Tugutlu Haberleri - Son Dakika Leyla Lydia Tugutlu Gelismeleri" (তুর্কি ভাষায়)। Sabah.com.tr। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৫ 
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
সেলেন সয়াইডার
মিস তুর্কি
২০০৮
উত্তরসূরী
এবারু সাম