ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লেয়ান্দ্রো দামিয়াও দা সিলভা দোস সান্তোস | ||
জন্ম | ২২ জুলাই ১৯৮৯ | ||
জন্ম স্থান | জারদিম আলেগ্রে, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাওয়াসাকি ফ্রোন্তালে | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
আতলেতিকো এরমান | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৭–২০০৯ | আতলেতিকো এরমান | ১৮ | (৮) |
২০০৭ | → ১৫ই অক্টোবর (ধার) | ||
২০০৮ | → মার্সিলিও দিয়াস (ধার) | ২ | (০) |
২০০৮ | → আতলেতিকো তুবারাও (ধার) | ০ | (০) |
২০০৯ | → ইন্তেরনাসিওনাল বি (ধার) | ০ | (০) |
২০০৯–২০১৩ | ইন্তেরনাসিওনাল | ১৭৯ | (৮৯) |
২০১৪–২০১৮ | সান্তোস | ২৬ | (৬) |
২০১৫ | → ক্রুজেইরো (ধার) | ২৩ | (৪) |
২০১৬ | → রিয়াল বেতিস (ধার) | ৩ | (০) |
২০১৬–২০১৭ | → ফ্লামেঙ্গো (ধার) | ২২ | (৫) |
২০১৭–২০১৮ | → ইন্তেরনাসিওনাল (ধার) | ৩১ | (১৯) |
২০১৯– | কাওয়াসাকি ফ্রোন্তালে | ৯৯ | (৪৭) |
জাতীয় দল‡ | |||
২০১২ | ব্রাজিল অনূর্ধ্ব-২৩ | ৫ | (৬) |
২০১১–২০১৩ | ব্রাজিল | ১৭ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৪০, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪০, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লেয়ান্দ্রো দামিয়াও দা সিলভা দোস সান্তোস (পর্তুগিজ: Leandro Damião, ব্রাজিলীয় পর্তুগিজ: [leˈɐ̃dɾu daˈmjɐ̃w̃]; জন্ম: ২২ জুলাই ১৯৮৯; লেয়ান্দ্রো দামিয়াও নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১২ সালে, লেয়ান্দ্রো ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[৩] প্রায় −১ বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে ৩টি গোল করেছেন।
লেয়ান্দ্রো দামিয়াও দা সিলভা দোস সান্তোস ১৯৮৯ সালের ২২শে জুলাই তারিখে ব্রাজিলের জারদিম আলেগ্রেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
লেয়ান্দ্রো ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় −১ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন।[৪]
২০১১ সালের ২৭শে মার্চ তারিখে, ২১ বছর, ৮ মাস ও ৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী লেয়ান্দ্রো স্কটল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[৫] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৬] ম্যাচে তিনি ৯ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি ব্রাজিল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে লেয়ান্দ্রো সর্বমোট ৪ ম্যাচে ১টি গোল করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ব্রাজিল | ২০১১ | ৪ | ১ |
২০১২ | ১০ | ১ | |
২০১৩ | ৩ | ১ | |
সর্বমোট | ১৭ | ৩ |