লেয়াহ জেলা Layyah District ضِلع لیّہ | |
---|---|
জেলা | |
পাঞ্জাবের লেয়াহ জেলার অবস্থান (কমলার দিয়ে চিহ্নিত করা হয়েছে)। | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
সদর দপ্তর | লেয়াহ শহর |
সরকার | |
• নাজিম জেলা | N/A |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ১৮,২৪,২৩০ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৪ |
লেয়াহ জেলা (উর্দু: ضِلع ليّہ), (গুরুমুখী: ضلع ليہ), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি অন্যতম জেলা। এটি প্রদেশটির দক্ষিণ অঞ্চলে অবস্থান করছে। লেয়াহ শহর হচ্ছে লেয়াহ জেলার প্রধান সদর দপ্তর। অধিকাংশ এলাকা মরুভূমি হওয়ার কারণে লেয়াহ এর জলবায়ু অত্যন্ত গরম।
লেয়াহ জেলাটি ৩টি তহসিল নিয়ে গঠিত হয়েছে:
১৯৯৮ সালের আদমশুমারির হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২ মিলিয়ন এর মত। ১৯০২-৩ সালের শেষ ১০ বছরে প্রতি মাথাপিছু আয়ের গড় আয় ৯,৯০০ রুপি এবং খরচ ১০,১০০ রুপি। ১৯০৩-৪ সালে আয় ছিল ১০,৬০০ রুপি এবং ব্যয় ছিল ১০,৬০০ রুপি।
১৯৯৮ সালের আদমশুমারির হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যার প্রায় ৬২% মানুষ প্রথম ভাষা হিসাবে সরিয়াকিতে কথা বলে থাকে।[২] এছাড়াও পাঞ্জাবি ভাষায় ৩৩%, এবং উর্দু ভায় ৩.১% রয়েছে।[৩]:৩২