লো-ছেন-লেগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: ལོ་ཆེན་ལེགས་པ་རྒྱལ་མཚན, ওয়াইলি: lo chen legs pa rgyal mtshan) (১৩৭৫-১৪৫০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চতুর্থ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
লো-ছেন-লেগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান ১৩৭৫ খ্রিষ্টাব্দে তিব্বতের গ্ত্সাং অঞ্চলের ঝ্বা-লু নামক স্থানে জন্মগ্রহণ করেন। শৈশবে তাকে ঝ্বা-লু বৌদ্ধবিহারে এনে ধর্মশিক্ষাদান করা হয়। কয়েক বছর পরে তাকে ঐ বৌদ্ধবিহারে দ্বু-ম্জাদ (ওয়াইলি: dbu mzad) বা মন্ত্রোচ্চারকের পদে নিয়োগ করা হয়। তিনি এরপর দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রথম মন্ত্রোচ্চারকের পদে নিয়োজিত হন। ১৪৩৮ খ্রিষ্টাব্দে তেষট্টি বছর বয়সে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তৃতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাংয়ের মৃত্যুর পর তিনি পরবর্তী দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে নির্বাচিত হন।[১]
পূর্বসূরী ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং |
লো-ছেন-লেগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান চতুর্থ দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী ব্লো-গ্রোস-ছোস-স্ক্যোং |