লোকেশ কনকরাজ (জন্ম: ১৪ মার্চ ১৯৮৬) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তিনি ২০১৬ সালের সংকলন আভিয়েল-এ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি তার প্রথম ফিচার চলচ্চিত্র মানাগারাম (২০১৭) পরিচালনা করেন। লোকেশ সিনেমাটিক ইউনিভার্স তার দ্বারা পরিচালিত কাইথি (২০১৯) এবং বিক্রম (২০২২) নিয়ে গঠিত।
লোকেশ কনকরাজ ভারতের তামিলনাড়ুরকোয়েম্বাটুর জেলার কিনাথুকাড়াবুতে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রাক্তন ব্যাংক কর্মচারী। তিনি একটি সম্মিলিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের প্রতি তার আবেগ অনুধাবন করেন। প্রতিযোগিতার বিচারক ছিলেন পরিচালক কার্তিক সুব্বারাজ। এরপর তিনি লোকেশকে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করেন।[৪]