Lyonchhen লোটে শেরিং | |
---|---|
བློ་གྲོས་ཚེ་རིང་ | |
ভূটানের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ নভেম্বর ২০১৮ – ১ নভেম্বর ২০২৩ | |
সার্বভৌম শাসক | জিগমে খেসার নামগে ওয়াংচুক |
পূর্বসূরী | শেরিং অবগা |
ড্রাক নামরূপ শকপার সভাপতি | |
কাজের মেয়াদ ১৪ মে ২০১৮ – ২৩ অক্টোবর ২০১৮ | |
ডেপুটি | শেরাব গেলসেন |
পূর্বসূরী | টান্ডি দর্জি |
উত্তরসূরী | শেরাব গেলসেন (কার্যরত) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৬৮[১] |
রাজনৈতিক দল | ড্রাক নামরূপ শকবা |
সন্তান | ৩ (দুইজন দত্তক)[২] |
প্রাক্তন শিক্ষার্থী | ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যানবেরা বিশ্ববিদ্যালয় |
লোটে শেরিং (জংখা: བློ་གྲོས་ཚེ་རིང་; জন্ম আনু. ১৯৬৯)[১] হলেন একজন ভূটানের রাজনীতিবীদ এবং চিকিৎসক যিনি ভূটানের প্রধানমন্ত্রী ছিলেন।[৩][৪] ৭ নভেম্বর, ২০১৮ সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব শুরু করেন। তিনি ১৪ মে ২০১৮ থেকে ২৩ অক্টোবর ২০১৮ পর্যন্ত ড্রাক নামরূপ শকবার সভাপতির দায়িত্ব পালন করেন।[৫][৬]
শেরিং আনু. ১৯৬৯ সালে,[১] এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।[২]
প্রাথমিক জীবনে তিনি শেরুবসের পুনাখা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন।[২] ১৯৯১ সালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। ১৯৯৮ সালে তিনি এম বি বি এস পাশ করে বের হন। এম বি বি এস পাশ করার পরে ঢাকায় অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের অধীনে জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। ২০০৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন।[৭]