লোপামুদ্রা রাউত | |
---|---|
মাতৃশিক্ষায়তন | জি. এইচ. রাইসনি কলেজ অফ প্রকৌশল নাগপুর[১][২] |
পেশা | মডেল, প্রকৌশলী |
উপাধি | মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
প্রধান প্রতিযোগিতা | বিগ বস ১০ মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬ (২য় রানার-আপ) (শ্রেষ্ঠ জাতীয় পরিচ্ছদ) মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬ (বিজয়ী) ইয়ামাহা ফ্যাসিনো ক্যালেন্ডার গার্ল ২০১৫ (বিজয়ী) মিস ডিভা ২০১৪ (শীর্ষ ৫) ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪ (৩য় রানার-আপ) (মিস পারফেক্ট বডি) ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ (চূড়ান্ত প্রতিযোগী) ফেমিনা মিস ইন্ডিয়া গোয়া ২০১৩ (বিজয়ী) (মিস বডি বিউটিফুল) (ইয়ামাহা রে মিস অ্যাডভেঞ্চারাস) (মিস অসাম লেগ) |
লোপামুদ্রা রাউত হচ্ছেন ভারতের মহারাষ্ট্রের একজন ভারতীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী।[৩] তিনি ২০১৬ সালে মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং সেখানে ২য় রানার-আপ হন।[৪] তিনি ভারতের জন্য সেরা "শ্রেষ্ঠ জাতীয় পরিচ্ছদ" পুরস্কারও জয়লাভ করেছিলেন। এই পুরস্কারটি তার পূর্বে ২০১৪ সালে গাইল নিকোল দা সিলভা এবং ২০১৫ সালে সুশ্রী শ্রেয়া মিশ্রা জয়লাভ করেছেন।[৫] তিনি ২০১৬ সালে কালারসে সম্প্রচারিত জনপ্রিয় ভারতীয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১০-এ অংশগ্রহণ করেন, সেখানে তিনি ২য় রানার-আপ হয়েছিলেন।
লোপামুদ্রা রাউত হচ্ছেন একজন তড়িৎ প্রকৌশলী। তিনি ২০১৪ সালে জি. এইচ. রাইসনি কলেজ অফ প্রকৌশল নাগপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.এ. সম্পন্ন করেন।[২]
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | ফলাফল |
---|---|---|---|---|
২০১৬–১৭ | বিগ বস ১০ | প্রতিযোগী | কালারস | ২য় রানার-আপ |
২০১৭ | ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৮ | ৬ষ্ঠ স্থান | ||
এন্টারটেইনমেন্ট কি রাত | অতিথি |
পুরস্কার ও স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী সুশ্রী শ্রেয়া মিশ্রা |
মিস ইউনাইটেড মহাদেশ ভারত ২০১৬ |
উত্তরসূরী সানা দুয়া |
পূর্বসূরী সুশ্রী শ্রেয়া মিশ্রা |
মিস ইউনাইটেড মহাদেশ - শ্রেষ্ঠ জাতীয় পরিচ্ছদ ২০১৬ |
উত্তরসূরী আউম ফিংচামরাত |
পূর্বসূরী মাইরিয়াম আরেভালোস |
মিস ইউনাইটেড মহাদেশ - ২য় রানার-আপ ২০১৬ |
উত্তরসূরী রকসানা রেয়েস |