লোবেম্বা | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ২৬°২৫′০″ দক্ষিণ ৩১°১০′০″ পূর্ব / ২৬.৪১৬৬৭° দক্ষিণ ৩১.১৬৬৬৭° পূর্ব | |
দেশর | ইসোয়াতিনি |
জেলা | হোহো |
উচ্চতা[১] | ৬৯৪ মিটার (২,২৭৭ ফুট) |
জনসংখ্যা (2006) | |
• মোট | ৯,৯০০ |
সময় অঞ্চল | SAST[২] (ইউটিসি+2) |
এলাকা কোড | 416 (country code +268)[৩] |
আইএসও ৩১৬৬ কোড | SZ/SWZ[৪] |
লোবেম্বা হলো ইসোয়াতিনির একটি শহর এবং এর দুটি রাজধানীর মধ্যে একটি (অন্যটি এমবাবেন)। এটি ইসওয়াতিনি পার্লামেন্ট ও লুডজিডজিনি রয়্যাল ভিলেজের আইন প্রণয়ন, ঐতিহ্যগত ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করে।[৬]