ধরন | বেনামী ব্যবসাপ্রতিষ্ঠান (Société Anonyme) |
---|---|
ইউরোনেক্সট: OR | |
আইএসআইএন | FR0000120321 |
শিল্প | ব্যক্তিগত যত্ন |
প্রতিষ্ঠাকাল | ১৯০৯ |
প্রতিষ্ঠাতা | ওজেন শুলার |
সদরদপ্তর | , ফ্রান্স |
বাণিজ্য অঞ্চল | সমগ্র বিশ্ব |
প্রধান ব্যক্তি | জঁ-পোল আগোঁ (সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা) |
পণ্যসমূহ | প্রসাধনী এবং সৌন্দর্য সামগ্রী |
আয় | € 25.257 billion (2015)[১] |
€ 4.388 billion (2015)[১] | |
€ 3.297 billion (2015)[১] | |
মোট সম্পদ | € 28.219 billion (2014) |
মোট ইকুইটি | € 20.005 billion (2014) |
কর্মীসংখ্যা | 78,600 (2014)[২] |
অধীনস্থ প্রতিষ্ঠান | |
ওয়েবসাইট | loreal.com |
লোরেয়াল (ফরাসি: L'Oréal) একটি ফরাসি প্রসাধনী নির্মাণকারী ব্যবসাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সদর দপ্তর ফ্রান্সের ও-দো-সেন জেলার ক্লিশি শহরে অবস্থিত।[৩] প্যারিস শহরেও এর একটি দপ্তর আছে।[৪] লোরেয়াল বিশ্বের বৃহত্তম প্রসাধন সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান। চুলের রঙ, ত্বকের যত্ন, সৌররশ্মি থেকে রক্ষা, মুখসজ্জা, সুগন্ধী এবং চুলের যত্নের জন্য এটি বিভিন্ন সামগ্রী বানিয়ে থাকে। ত্বকবিজ্ঞান, বিষক্রিয়াবিজ্ঞান, কলা প্রকৌশল, এবং জীব-ঔষধবিজ্ঞান বিষয়ক গবেষণাক্ষেত্রগুলিতে প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা রাখছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ন্যানোপ্রযুক্তি বিষয়ে সর্বোচ্চ সংখ্যক প্যাটেন্টের অধিকারী।[৫] ব্যবসা প্রতিষ্ঠানটি ইউরো স্টক্স ৫০ নামক শেয়ার বাজার সূচকে নিবন্ধিত আছে।[৬]