রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
---|---|
বাণিজ্যিক নাম | Cozaar |
এএইচএফএস/ ড্রাগস.কম | মনোগ্রাফ |
মেডলাইনপ্লাস | a695008 |
লাইসেন্স উপাত্ত | |
গর্ভাবস্থার শ্রেণি |
|
প্রয়োগের স্থান | মুখ |
এটিসি কোড | |
আইনি অবস্থা | |
আইনি অবস্থা |
|
ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
জৈবপ্রাপ্যতা | ২৫-৩৫% |
প্রোটিন বন্ধন | ৯৯.৭% (প্রাথমিকভাবে অ্যালবিউমিন) |
বিপাক | যকৃৎ (CYP2C9, CYP3A4) |
বর্জন অর্ধ-জীবন | ১.৫-২ ঘণ্টা |
রেচন | বৃক্ক ১৩-২৫%, বিলিয়ারি ৫০–৬০% |
শনাক্তকারী | |
| |
সিএএস নম্বর | |
পাবকেম সিআইডি | |
আইইউপিএইচএআর/ বিপিএস | |
ড্রাগব্যাংক | |
কেমস্পাইডার | |
ইউএনআইআই | |
কেইজিজি | |
সিএইচইবিআই | |
সিএইচইএমবিএল | |
কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
ইসিএইচএ ইনফোকার্ড | 100.110.555 |
রাসায়নিক ও ভৌত তথ্য | |
সংকেত | C22H23ClN6O |
মোলার ভর | ৪২২.৯১ g/mol |
থ্রিডি মডেল (জেএসমোল) | |
| |
|
লোসারটান (ইংরেজি: Losartan) একটি অ্যানজিওটেনসিন II রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ওষুধ যা উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি এই গ্রুপের প্রথম বাজারজাতকৃত ওষুধ। মার্ক অ্যান্ড কো. সর্বপ্রথম কোজার (cozaar) নামে এই ওষুধ বাজারে নিয়ে আসে। এটি ডায়াবেটিক নেফ্রপ্যাথি রোগেও ব্যবহার করা হয়। [১] ৫৫ বছরের নিচের হাইপারটেনশনের রোগী যারা এসিই ইনহিবিটর সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে প্রথম পছন্দ হিসাবে এই ওষুধ দেওয়া হয়।[২] লোসারটান খাওয়া শুরু করার পর পূর্ণ ফল পেতে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। [৩]
লোসারটান একটি ইউরিকোসুরিক ওষুধ অর্থাৎ এটি রক্তে ইউরিক এসিডের মাত্রা বাড়িয়ে দেয় ফলে কিডনির মাধ্যমে অতিরিক্ত ইউরিক এসিড নিষ্কাশিত হয়ে মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে। [৪] গর্ভবতী নারীদের ক্ষেত্রে লোসারটান সেবন ক্ষতিকর কারণ এতে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি মারাও যেতে পারে।[৫] খুব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হলো মাথা ঝিমঝিম, কোমর ব্যথা, শ্বসনতন্ত্রের সংক্রমণ, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি।[৬] এ ছাড়া ডায়াবেটিস রোগীদের পাতলা পায়খানা, ক্লান্তি, বুক ব্যথা ও রক্তে পটাশিয়াম বেড়ে যেতে পারে।[৬]
গর্ভবতী মহিলা ও যে সকল ডায়াবেটিস রোগী অ্যালিসকিরেন ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ সেবন নিষিদ্ধ। [৭]