ল্য গ্রো-দ্যু-রোয়া | |
---|---|
কমিউন | |
স্থানাঙ্ক: ৪৩°৩২′১৭″ উত্তর ৪°০৮′১৪″ পূর্ব / ৪৩.৫৩৮১° উত্তর ৪.১৩৭২° পূর্ব | |
দেশ | ফ্রান্স |
নগরের পৌরসভা | নিম |
ক্যান্টন | অ্যগেস-মর্ত |
আন্তঃগোষ্ঠী | তের দ্য কামারগে |
সরকার | |
• মেয়র (২০১৪–২০১০) | রোবের ক্রোস্ত |
আয়তন১ | ৫৪.৭৩ বর্গকিমি (২১.১৩ বর্গমাইল) |
জনসংখ্যা (Jan. 2017) | ৮,৫১৭ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | সিইটি (ইউটিসি+০১:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিইএসটি (ইউটিসি+০২:০০) |
আইএনএসইই/ডাক কোড | ৩০১৩৩ /৩০২৪০ |
উচ্চতা | ০–৫ মি (০–১৬ ফু) (avg. ১ মি অথবা ৩.৩ ফু) |
১ ফ্রান্সের ভূমি রেজিস্টার তথ্য, যার ভেতর হ্রদ, পুকুর, হিমবাহ > ১ বর্গকি.মি.২(০.৩৮৬ বর্গ মাইল বা ২৪৭ একর) এবং নদীর মোহনা অন্তর্ভূক্ত নয়। |
ল্য গ্রো-দ্যু-রোয়া হল দক্ষিণ ফ্রান্সের গার বিভাগে একটি কমিউন। গারের এই কমিউনটিই কেবল ভূমধ্যসাগরের দিকে অবস্থিত। এর পশ্চিমে হেরোল বিভাগ ও লা গ্রঁ-মত গ্রাম এবং পূর্বে বুশ-দ্যু-রোন বিভাগ। সাগরকে সুবিধাজনক অবস্থান হিসেবে ব্যবহার করে এই কমিউনের চারটি ভিন্ন অংশ রয়েছে, সেগুলো হল ডান সমুদ্রসৈকত (প্লাগ দ্য রিভ দ্রোয়াত), গ্রাম, বাম সমুদ্রসৈকত (প্লাগ দ্য রিভ গোচ, ও কামারগে ও লেস্পিগেত বন্দর।
অ্যগেস-মর্ত শহর ক্রুসেডের সময় যখন রাজকীয় বন্দর হিসেবে ব্যবহৃত হত তখন থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।[১] রাজা নবম লুইয়ের জন্য ভূমধ্যসাগরে অন্য কোন বন্দরের ব্যবস্থা ছিল না। শহরের কেল্লার পাশে জাহাজ থাকত এবং গ্রো লুইয়ে (লা গ্রঁ মত) এতাং দ্য র্যপোসে থেকে সাগরে চলাচল করত।[২] ১৫৭০ সালে রোন থেকে উৎপন্ন একটি ঝড় এতাঙে প্রবেশ করে এবং উপকূলীয় স্ট্রিপ ভেঙ্গে নতুন গ্রো গঠন করে। শহর থেকে সাগর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ একটি চ্যানেল স্থাপিত হয়। ১৬৪০ সালে এর নামকরণ করা হয় গ্রো দ্যু রোয়া, পরবর্তী কালের আরও কয়েকবার নাম পরিবর্তিত হয়ে বর্তমান নাম ধারণ করে। ১৭৭২ সালে পাথর দিয়ে দুটি বাঁধ নির্মাণ করা হয়। আরও অনেক কাজের পর এটি ১৮৪৫ সালে খালের রূপ ধারণ করে।[৩]
ল্য গ্রো-দ্যু-রোয়া'র সাথে জার্মানির ডসেনহাইম শহরের সাদৃশ্য রয়েছে।
বছর | জন. | ±% |
---|---|---|
১৯৬২ | ২,৩৬৩ | — |
১৯৬৮ | ৩,৩৫৪ | +৪১.৯% |
১৯৭৫ | ৩,৯৬৩ | +১৮.২% |
১৯৮২ | ৪,১৫২ | +৪.৮% |
১৯৯০ | ৫,২৫৩ | +২৬.৫% |
১৯৯৯ | ৫,৮৭৫ | +১১.৮% |
২০০৮ | ৮,১১০ | +৩৮% |
২০১৬ | ৮,৪৭৬ | +৪.৫% |
আর্নেস্ট হেমিংওয়ের দ্য গার্ডেন অব ইডেন একটি অংশ ল্য গ্রো-দ্যু-রোয়ার পটভূমিতে রচিত। তিনি ল্য গ্রো-দ্যু-রোয়া সম্পর্কে লিখেন: