ল্যান্স নায়েক

ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক শ্যাভরন

ল্যান্স নায়েক ভারতপাকিস্তান সেনাবাহিনীর সর্বনিম্ন নন-কমিশনড অফিসার পদবি। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সদ্যগঠিত বাংলাদেশ সেনাবাহিনীতে এ পদবিটি প্রচলিত ছিল। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এ পদবিটি কর্পোরাল পদবি দিয়ে প্রতিস্থাপিত হয়। এ পদের উৎপত্তি ১৯৪৭ পূর্ববর্তী ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে। ল্যান্স নায়েক পদবি সামরিক উর্দিতে একটি শ্যাভরন দিয়ে চিহ্নিত হয়।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্যে সর্বোচ্চ সামরিক পদক-প্রাপ্ত সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে দুইজন- মুন্সি আব্দুর রউফনূর মোহাম্মদ শেখ ছিলেন ল্যান্স নায়েক পদবির।

এছাড়াও সমসাময়িক ভারত-পাকিস্তান যুদ্ধে অসাধারণ বীরত্ব-প্রদর্শন করে ভারতের সর্বোচ্চ সামরিক পদক পরম বীর চক্রে ভূষিত হন ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক এলবার্ট এক্কা। ইতোপূর্বে ১৯৪৮ সালে জম্মু-কাশ্মীরে পাক-ভারত মোকাবেলায় বীরত্বের জন্য একই পদক লাভ করেন ল্যান্স নায়েক করম সিং।

তথ্যসূত্র

[সম্পাদনা]