ল্যাপটপ | |
---|---|
পরিচালক | কৌশিক গঙ্গোপাধ্যায় |
প্রযোজক | গৌতম কুণ্ডু |
চিত্রনাট্যকার | কৌশিক গাঙ্গুলী |
শ্রেষ্ঠাংশে | রাহুল বসু চূর্ণী গাঙ্গুলি শাশ্বত চট্টোপাধ্যায় অনন্যা চট্টোপাধ্যায় কৌশিক গাঙ্গুলী গৌরব চক্রবর্তী রিধিমা ঘোষ |
সুরকার | ময়ূক ভৌমিক |
চিত্রগ্রাহক | শীর্ষ রায় |
পরিবেশক | ব্র্যান্ড ভ্যালিউ কমিউনিকেশনস লিমিটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ল্যাপটপ (২০১২) হল কৌশিক গাঙ্গুলী রচিত ও পরিচালিত একটি বাংলা ড্রামা চলচ্চিত্র। [১] এই ফিল্মটি একটি ল্যাপটপের সাথে সংযুক্ত কিছু ভিন্ন ভিন্ন মানুষের বিচিত্র কিছু গল্প বলে। পরিচালকের মতে, ল্যাপটপ হল এই ফিল্মের প্রতিপক্ষ, তবে মূল চরিত্রগুলির মধ্যে সে অনেকটা সুতোর কাজ করেছে। এটি আইএফএফআই ২০১১, গোয়া, ভারতীয় প্যানোরামা, দুবাই চলচ্চিত্র উৎসব ২০১১-এ গিয়েছিল। [২]