নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
3-(2-chloro-3,3,3-trifluoro-1-propenyl)-2,2-dimethyl-cyano(3-phenoxyphenyl)methyl cyclopropanecarboxylate
| |
অন্যান্য নাম
Cyhalothrine
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
সিএইচইএমবিএল | |
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০৬২.২০৯ |
ইসি-নম্বর | |
কেইজিজি | |
পাবকেম CID
|
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
C23H19ClF3NO3 | |
আণবিক ভর | ৪৪৯.৮৫ g·mol−১ |
বর্ণ | Dark brown/green solid; colorless when pure |
ঘনত্ব | 1.33 ± 0.03 g/cm3 |
গলনাঙ্ক | ৪৯.২ °সে (১২০.৬ °ফা; ৩২২.৩ K) |
স্ফুটনাঙ্ক | ৪৯৮.৯ °সে (৯৩০.০ °ফা; ৭৭২.০ K) decomposes (760 mmHg) |
0.005 mg/l [20 °C] | |
দ্রাব্যতা in other solvents | Very soluble in xylene; soluble in ethyl acetate, diethyl ether, cyclohexane, methanol |
অম্লতা (pKa) | 5.43 (decomposes in alkaline solutions) |
ঔষধসংক্রান্ত | |
ATC code | |
ঝুঁকি প্রবণতা | |
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি)
|
T+ Xi |
এনএফপিএ ৭০৪ | |
ফ্ল্যাশ পয়েন্ট | ১৮৫ °সে (৩৬৫ °ফা; ৪৫৮ K) |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
তথ্যছক তথ্যসূত্র | |
ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন (Lambda-cyhalothrin) ৩য় প্রজন্মের এক প্রকার কীটনাশক যা সারা বিশ্বে কৃষিকার্য্যে ও শিল্পকারখানার পোকামাকড় দমনে প্রচুর পরিমান ব্যবহার হয়ে থাকে। এইটি পাইরেথ্রইয়েড ( Pyrethroid )গোত্রের এক প্রকার কীটনাশক। পাইরেথ্রইয়েড মুলত সুর্যমুখী ও ডালিয়া জাতীয় ফুলের বীজ ও পাপড়িতে পাওয়াযায়। এটি স্পর্ষক ও পাকস্থলি ক্রিয়া সম্পন্ন কীটনাশক।
এটি বেশ কিছু ফরমুলেশনে বাজারে বিক্রয় হয়। তার মধ্যে ইসি (ইমালসিফ্লাই কনসান্ট্রেন্ট), ডাব্লিউ পি (ওয়াটাবল পাউডার), এস এল (স্ল্যুবল লিকুইড) , এস সি (সাস্পেনশন কনসান্ট্রেন্ট) ও বাইট ফরমুলেশন অন্যতম। মুলত লার্ভিসাইড হিসেবে বিশ্বব্যাপি জনপ্রিয় এই কীট নাশক এর বেশির ভাগ ফরমুলেশনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেজার্ডাস লেভেল ii বা মধ্যম মাত্রার হেজার্ডাস হিসেবে বিষেশায়িত।
কেস নাম্বার | ২১৬৪-০৮-১ | ||
---|---|---|---|
ইউ এন নাম্বার | ৩৩৪৯ | ||
কেমিক্যাল টাইপ | পাইরেথ্রইয়েড | ||
হ্যাজার্ডাস লেভেল | ২ (মধ্যম বিষাক্ত) | ||
ই এইচ সি | ১৪২ | ||
এইচ এস জি | ৩৮ | ||
জে এম পি আর | ২০০৯বি | ||
আই সি এস সি | ৮৫৯ |
উল্ল্যেখযোগ্য উৎপাদক ও ব্রান্ড
সিনজেন্টা বিশ্বব্যাপি ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন এর বড় উৎপাদক ও সরবরাহকারী। এছাড়াও বায়ার, সানডাট এর মত কোম্পানি গুলোও এটা উতপাদন ও বাজারজাত করে থাকে।
ব্যান্ড নাম | সরবরাহকারী | ||
---|---|---|---|
ক্যারাটে | সিনজেন্টা | ||
ফাইটার | এ সি আই | ||
রিভা | আটো ক্রপ কেয়ার | ||
হ্যালো | আগ্রোলিং |