শকীক আল বলখী | |
---|---|
জন্ম | অষ্টম শতাব্দি বলখ |
মৃত্যু | ৮১০ খ্রিস্টাব্দ |
শ্রদ্ধাজ্ঞাপন | ইসলাম |
যার দ্বারা প্রভাবিত | ইব্রাহিম ইবনে আদহাম, রাবেয়া বসরি |
যাদের প্রভাবিত করেন | বসরার অনেক সুফি সাধক |
শকীক আল বলখী (মৃত্যু: ৮১০ খ্রিষ্টাব্দ) প্রাথমিক যুগের একজন সুফি সাধক ছিলেন।[১][২]
ইতিহাস থেকে জানা যায় তিনি ইব্রাহিম আদহাম এর শিষ্য ছিলেন। তিনি তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতার গুরুত্বের উপর জোর দিতেন।