শকুন বত্রা | |
---|---|
হিন্দি: शकुन बत्रा | |
জন্ম | |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা |
কর্মজীবন | ২০০৬-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | পূর্ণ তালিকা |
পুরস্কার | পূর্ণ তালিকা |
শকুন বত্রা (হিন্দি: शकुन बत्रा; জন্ম: ১ জানুয়ারি ১৯৮৩) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র এক ম্যাঁয় অউর এক তু (২০১২)। এরপর তিনি তারকাবহুল পারিবারিক নাট্যধর্মী কাপুর অ্যান্ড সন্স (২০১৬) এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মৌলিক নোয়ার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র গেহরাইয়াঁ (২০২২) নির্মাণ করেন। কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনি ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক পুরস্কার অর্জন করেন।
বত্রা ডন: দ্যা চেজ বিগিন্স এগেইন (২০০৬) চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি জানে তু... ইয়া জানে না (২০০৮)-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন এবং এতে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। একই বছর তিনি রক অন!! চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
অফবিট প্রণয়ধর্মী হাস্যরসাত্মক এক ম্যাঁয় অউর এক তু (২০১২) চলচ্চিত্র দিয়ে লেখক ও পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর রেচেল সল্টজ লিখেন, "এক ম্যাঁয় অউর এক তু-এর আনন্দময় বিস্ময় হয় এটি অপরিণত, চাপাহাসিপূর্ণ বা প্রতিহিংসাপরায়ণ নয়। এটি সুমধুর এবং মাঝে মাঝে কিছুটা অপ্রত্যাশিতও।"[১]
তার পরবর্তী চলচ্চিত্র তারকাবহুল পারিবারিক নাট্যধর্মী কাপুর অ্যান্ড সন্স (২০১৬), এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ঋষি কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান, আলিয়া ভাট, রত্না পাঠক শাহ ও রজত কাপুর। চলচ্চিত্রটি বক্স অফিসে সফল হয়[২] এবং সমাদৃত হয়[৩] দ্য হিন্দুর নম্রতা জোশী লিখেন, "চলচ্চিত্রটি আপনাকে এক পরিবারের কলহ থেকে আরেক পরিবার পর্যন্ত নিবন্ধ করে রাখবে" এবং তিনি বত্রার পরিচালনার প্রশংসা করে লিখেন, "এটি পুরনো, চর্চিত ও পরীক্ষিত বক্রোক্তির সতেজ নতুন কণ্ঠ।"[৪]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | লেখক | প্রযোজক | অভিনেতা | টীকা |
---|---|---|---|---|---|---|
২০০৬ | ডন: দ্যা চেজ বিগিন্স এগেইন | না | না | না | হ্যাঁ | |
২০০৮ | জানে তু... ইয়া জানে না | না | না | না | হ্যাঁ | |
২০১২ | এক ম্যাঁয় অউর এক তু | হ্যাঁ | হ্যাঁ | না | না | |
২০১৬ | কাপুর অ্যান্ড সন্স | হ্যাঁ | হ্যাঁ | না | না | |
২০২১ | সার্চিং ফর শীলা | হ্যাঁ | নির্মাতা | নির্বাহী | না | প্রামাণ্যচিত্র |
২০২২ | গেহরাইয়াঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | অ্যামাজন প্রাইম ভিডিওর মৌলিক চলচ্চিত্র[৫] |
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. | |
---|---|---|---|---|---|
ফিল্মফেয়ার পুরস্কার | |||||
১৪ জানুয়ারি ২০১৭ | শ্রেষ্ঠ পরিচালক | কাপুর অ্যান্ড সন্স | মনোনীত | [৬] | |
শ্রেষ্ঠ কাহিনি | বিজয়ী | ||||
শ্রেষ্ঠ চিত্রনাট্য | বিজয়ী | ||||
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার | |||||
১৫ জুলাই ২০১৭ | শ্রেষ্ঠ কাহিনি | কাপুর অ্যান্ড সন্স | বিজয়ী | [৭] | |
জি সিনে পুরস্কার | |||||
জানুয়ারি ২০১৩ | সবচেয়ে সম্ভাবনাময় নবাগত পরিচালক | এক ম্যাঁয় অউর এক তু | মনোনীত | [৮] | |
২০১৭ | শ্রেষ্ঠ কাহিনি | কাপুর অ্যান্ড সন্স | বিজয়ী | [৯] | |
স্ক্রিন পুরস্কার | |||||
১২ জানুয়ারি ২০১৩ | সবচেয়ে সম্ভাবনাময় নবাগত পরিচালক | এক ম্যাঁয় অউর এক তু | মনোনীত | [১০] | |
২০১৬ | শ্রেষ্ঠ পরিচালক | কাপুর অ্যান্ড সন্স | মনোনীত | [১১] | |
স্টারডাস্ট পুরস্কার | |||||
২০১৭ | শ্রেষ্ঠ কাহিনি | কাপুর অ্যান্ড সন্স | বিজয়ী | [১২] | |
মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব | |||||
১২ আগস্ট ২০১৬ | দর্শকের পছন্দ পুরস্কার | কাপুর অ্যান্ড সন্স | বিজয়ী | [১৩] |