শকুন্তলা দেবী | |
---|---|
পরিচালক | অনু মেনন |
প্রযোজক | সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া বিক্রম মালহোত্রা |
রচয়িতা | ইশিতা মৈত্র (সংলাপ) |
চিত্রনাট্যকার | অনু মেনন নয়নিকা মাহতানি |
শ্রেষ্ঠাংশে | বিদ্যা বালান যীশু সেনগুপ্ত সানিয়া মালহোত্রা অমিত সাধ |
সম্পাদক | অন্তরা লাহিড়ী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | প্রাইম ভিডিও |
স্থিতিকাল | ১২৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শকুন্তলা দেবী হচ্ছে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার আত্মজীবনীমূলক একটি ভারতীয় চলচ্চিত্র যা অনু মেনন কর্তৃক রচিত ও পরিচালিত এবং সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ও বিক্রম মালহোত্রার অ্যাবান্ডেনশিয়া এন্টারটেইনমেন্ট কর্তৃক প্রযোজিত হয়েছে। ছবিটিতে বিদ্যা বালান শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করেন, যিনি "মানব কম্পিউটার" নামেও পরিচিত ছিলেন। এছাড়াও অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সানিয়া মালহোত্রা এবং অমিত সাধ।
১৬ সেপ্টেম্বর ২০১৯এ ছবিটির মূল শুটিং শুরু হয় এবং ২০ নভেম্বর ২০১৯এ তা সমাপ্ত হয়। ২০২০ সালের ৮ মে ভারতের সিনেমা হলগুলোতে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। [২][৩][৪] কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা সম্ভবপর হয় নি। ২০২০ সালের ১৯ জুলাই ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে বিশ্বজুড়ে প্রচারিত হয়েছিল। [১][৫]
মানসিক গণনার ক্ষেত্রে অনন্যসাধারণ দক্ষতা সম্পন্ন, বিশ্বখ্যাত গণিতবিদ শকুন্তলা দেবীর জীবনকাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠে সিনেমার গল্প। সিনেমাটি যেমন একজন গণিতবিদ হিসেবে দেবীর মেধা ও প্রতিভার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ঠিক তেমনই একজন নারী ও গর্ভধারিণী মা হিসেবে তার মানবিক সত্ত্বাকেও ফুটিয়ে তোলে। মেয়ে অনুপমার সাথে তার সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে ছবির গল্প এগিয়ে যায় এবং একইসাথে তাদের নিজ নিজ সংগ্রাম এবং আকাঙ্ক্ষাকে পরিস্ফুটিত করে তোলে।
কোভিড-১৯ মহামারীর কারণে চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি দেয়া হয়নি, বরং ৩১ জুলাই ২০২০এ অ্যামাজন প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছিল। [১] ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তির ব্যাপারে বিদ্যা বালান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আনন্দ অভিব্যক্ত করেন। [১০][১১][১২]
শিরোনামহীন | |
---|---|
দৈর্ঘ্য | ১১:৩৫ |
ফিল্মের সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর এবং গানের কথা লিখেছেন বায়ু ও প্রিয়া সরাইয়া রচিত।
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "পাস নেহি তো ফেইল নেহি" | বায়ু | সুনিধি চৌহান | ২ঃ৩১ |
২. | "রানি হিন্দুস্থানি" | বায়ু | সুনিধি চৌহান | ২ঃ২৪ |
৩. | "পেহলি" | প্রিয়া সরাইয়া | শ্রেয়া ঘোষাল | ৩ঃ২১ |
৪. | "ঝিলমি পিয়া" | প্রিয়া সরাইয়া | বেনি দয়াল, মোনালি ঠাকুর | ৩ঃ১৯ |
মোট দৈর্ঘ্য: | ১১ঃ৩৫ |
টাইমস অফ ইন্ডিয়ার শ্রীপর্ণা সেনগুপ্ত এই ছবিটিকে পাঁচটির মধ্যে সাড়ে তিনটি তারকা রেটিং দিয়ে বলেছিলেন, "একজন মানব কম্পিউটার যিনি আসল কম্পিউটারের চেয়েও দ্রুত গণনা করতে পারদর্শী, গণিতের সেই বিস্ময়কর প্রতিভাধারীর অসম্ভব সুন্দর জীবনকাহিনী দেখতে দেখতে এর মধ্যে ডুবে যাওয়ার মধ্যেও রয়েছে এক অপার আনন্দ!" দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্র গুপ্ত ৩/৫ রেটিং দিয়ে সিনেমাটিকে "একটি বিদ্যা বালান শো" হিসেবে অভিহিত করেন। [১৩] এনডিটিভির শৈবাল চ্যাটার্জির ৩/৫ রেটিং দিয়ে বলেন, " এই সংখ্যা বিদ্যা বালানের ব্যক্তিত্বের সঙ্গে চমৎকারভাবে সামঞ্জস্য স্থাপন করে"। [১৪] দ্য গার্ডিয়ানের মাইক ম্যাককাহিল সিনেমাটিকে পাঁচটির মধ্যে তিনটি তারকা রেটিং দিয়ে বলেন, "সিনেমাটি এক প্রজন্মের নারীর অন্যের উপরে তার হতাশাকে প্রক্ষেপণের নাটকীয়তাকে খুবই চমৎকার উপায়ে ফুটিয়ে তুলেছে - তবে তা একইসাথে সজীব, বুদ্ধিমত্তাসম্পন্ন, অকৃত্রিম নারীবাদী বিনোদনকেও বিকশিত করে।" [১৫]