শঙ্কর চ্যাটার্জী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
মাতৃশিক্ষায়তন | যাদবপুর বিশ্ববিদ্যালয় (বিএসসি) যাদবপুর বিশ্ববিদ্যালয় (এমএসসি) কলকাতা বিশ্ববিদ্যালয় (পিএইচডি) লন্ডন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | পৃথিবীর উদ্ভব, বিবর্তন এবং কার্যকরী শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়া ডাইনোসরের বিবর্তন |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জীবাশ্মবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় |
শঙ্কর চ্যাটার্জী (ইংরেজি: /Śaṅkara cyāṭārjī/) (জন্ম:২৮ মে, ১৯৪৩) একজন ভারতীয় বাঙালি জীবাশ্মবিদ। তিনি টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের পল ডব্লিউ হর্ন প্রফেসর এবং টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের প্যালিওন্টোলজি বিভাগের পরিচালক।[১] তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং ১৯৭৭ থেকে ১৯৭৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের পোস্ট-ডক্টরাল ফেলো নির্বাচিত হন।
ডক্টর শঙ্কর চ্যাটার্জী ১৯৪৩ খ্রিষ্টাব্দের ২৮ মে কলকাতার জন্মগ্রহণ করেন।[২] তিনি ১৯৬২ খ্রিষ্টাব্দে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূবিদ্যায় বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ খ্রিষ্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফলিত ভূতত্ত্বে এমএসসি ডিগ্রি অর্জনের পর ১৯৬৭-৬৮ খ্রিষ্টাব্দ তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো নির্বাচিত হন। ১৯৭০ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে পিএইচডি করেন। ১৯৭৭ থেকে ১৯৭৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের পোস্ট-ডক্টরাল ফেলো ছিলেন।[৩]
ডক্টর শঙ্কর টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের পল ডব্লিউ হর্ন প্রফেসর এবং টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের প্যালিওন্টোলজি বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত হন। ডক্টর চ্যাটার্জী গবেষণার মূল বিষয় ছিল পৃথিবীর উদ্ভব, বিবর্তন এবং কার্যকরী শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়া, ডাইনোসর, পাখি ইত্যাদি। তিনি ভারতে লেট ট্রায়াসিক সরীসৃপের গবেষণা করেছেন, যেমন ফাইটোসৌর, রিনকোসৌস এবং প্রল্যাক্টার্টিফর্মিস প্রভৃতি। তিনি ১৯৮০-এর দশকে পশ্চিম টেক্সাসের লেট ট্রায়াসিক কুপার ক্যানিয়ন ফরমেশন থেকে উদ্ধারকৃত মেরুদন্ডীদের উপর তার কাজের জন্য সবচেয়ে বেশি পরিচিত।[৪] তার গবেষণার বিষয়গুলি হল
প্রফেসর চ্যাটার্জী কর্তৃক ডাইনোসর বর্গভুক্ত প্রজাতির নামকরণ :
Name | Year | Status | Coauthor(s) | Notes | Images |
---|---|---|---|---|---|
|
বৈধ ট্যাক্সন |
|
|||
|
বৈধ ট্যাক্সন |
|
|||
|
বৈধ ট্যাক্সন |
|
|||
|
বৈধ ট্যাক্সন |
|
|||
|
বৈধ ট্যাক্সন |
|
|||
|
বৈধ ট্যাক্সন |
N/A |
|||
|
বৈধ ট্যাক্সন |
|
|||
|
সন্দেহপূর্ণ নাম |
N/A |
|||
বৈধ ট্যাক্সন |
N/A |
||||
|
বৈধ ট্যাক্সন |
N/A |
|||
|
বৈধ ট্যাক্সন |
|
|||
|
শঙ্কাজনক |
N/A |
Name preoccupied by a bryozoan. Renamed Alwalkeria in 1994. |