শঙ্কর পোখরেল | |
---|---|
शंकर पोख्रेल | |
লুম্বিনী প্রদেশ-এর ১ম মুখ্যমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ – ১১ আগস্ট ২০২১ | |
গভর্নর |
|
উত্তরসূরী | কুল প্রসাদ কে.সি |
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় (নেপাল) | |
কাজের মেয়াদ ২৫ মে ২০০৯ – ৬ ফেব্রুয়ারি ২০২১ | |
রাষ্ট্রপতি | রামবরণ য়াদব |
প্রধানমন্ত্রী | মাধব কুমার নেপাল |
লুম্বিনী প্রদেশ সভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৭ | |
নির্বাচনী এলাকা | দাঙ প্রদেশ সভা ২(এ) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | তুলসিপুর দাঙ | ২৭ ফেব্রুয়ারি ১৯৬৩
জাতীয়তা | নেপালী |
রাজনৈতিক দল | নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) |
দাম্পত্য সঙ্গী | সুজিতা শাক্য |
পিতামাতা |
|
শঙ্কর পোখরেল (নেপালি: शंकर पोखरेल) (জন্ম ১৯৬৪) লুম্বিনি প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।[১] তিনি ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত নেপালের কমিউনিস্ট পার্টি (এমালে)-এর কেন্দ্রীয় সম্পাদক নির্বাচিত হন।[২] ২০১৭ সালের প্রদেশসভা নির্বাচনে, সিপিএন ইউএমএল স্থায়ী কমিটির সদস্য হিসেবে শঙ্কর পোখারেল দাঙ আসন নং ২ (১) থেকে প্রদেশসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। এছাড়াও ১ম সংসদ নির্বাচনে, তিনি ডাং অঞ্চলের ৩ নং আসন থেকে জয়ী হয়ে নির্বাচিত হয়েছিলেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |