শচীন শ্রফ | |
---|---|
জন্ম | শচীন শ্রফ ১৭ ডিসেম্বর ১৯৭২[১] |
পেশা | অভিনেতা, উপস্থাপক, নৃত্যশিল্পী, ব্যবসায়ী |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জুহি পরমার (বি. ২০০৯; বিচ্ছেদ. ২০১৮) |
শচীন শ্রফ হলেন একজন ব্যবসায়ী, অভিনেতা, নৃত্যশিল্পী এবং টিভি ব্যক্তিত্ব।[১] তিনি জি টিভিতে সম্প্রচারিত হার ঘর কুছ কেহতা হ্যায়ে জ্ঞানের চরিত্রে এবং নাগিনে অর্জুনের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি সিন্দুর তেরে নাম কা, সাত ফেরে, নাম গুম জায়েগা, শাগুন এবং বিশ্বাসের মতো ধারাবাহিকের অভিনয় করেছেন।
২০০৯ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে, শচীন শ্রফ টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী জুহি পারমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২][৩] ২০১৩ সালের ২৭শে জানুয়ারি তাদের প্রথম সন্তান, সামাইরা শ্রফের জন্ম হয়।[৪][৫]
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০০৫–০৭ | সিন্দুর তেরে নাম কা | ধ্রুব রাইজাদা / করণ ওবেরয় | জি টিভি |
২০০৭ | সাত ফেরে | অভি | |
২০০৭–০৮ | হার ঘর কুছ কেহতা হ্যায় | জ্ঞান কাপুর | |
২০০৮ | ওয়াক্ত বাতায়েগা কৌন আপনা কৌন পারায়া | সৌরব / জয় | সনি টিভি |
২০০৮–০৯ | গৃহস্থী | পুলিসের দারোগা করণ | স্টার প্লাস |
নাগিন | অর্জুন | জি টিভি | |
২০০৯ | বানু ম্যায় তেরি দুলহান | ডাক্তার শশাঙ্ক | |
২০১০ | সি.আই.ডি. | মনীশ | সনি টিভি |
গণেশ লীলা | রাজা গনরাজ | সাহারা ওয়ান | |
২০১১– ১৩ | বালিকা বধু | শ্যাম মদন সিং | কালারস |
২০১২– ১৩ | রিশতো কে ভঁবর মে উলঝি নিয়তি | আম্বর শাস্ত্রী | সাহারা ওয়ান |
২০১৩ | এক থি নায়িকা | বিশাল | লাইফ ওকে |
দিল কি নজর সে খুবসুরত | শেকর | সনি টিভি | |
২০১৩–১৪ | তুমহারি পাখি | গিরীশ | লাইফ ওকে |
২০১৫ | সন্তোষী মা | বিনায়ক | অ্যান্ডটিভি |
ডার সাবকো লাগতা হে | অ্যালেক্স | ||
২০১৭–বর্তমান | পরমাবতর শ্রী কৃষ্ণ | নন্দা | জি টিভি |