শনপাট | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
পরিবার: | Fabaceae |
গোত্র: | Crotalarieae |
গণ: | Crotalaria |
প্রজাতি: | C. juncea |
দ্বিপদী নাম | |
Crotalaria juncea L. | |
প্রতিশব্দ[১] | |
|
শনপাট (বৈজ্ঞানিক নাম: Crotalaria juncea) (ইংরেজি: brown hemp, Indian hemp, Madras hemp, or sunn hemp,[২][৩]) হচ্ছে Fabaceae পরিবারের Crotalaria গণের একটি ফসল।
এই গাছের উচ্চতা ১-৩ মিটার পর্যন্ত। ফুলের রং হলুদ এবং পাতা সবুজ ও চিকন। এটি ডালজাতিয় ফসল। এটি প্রাকৃতিক ফাইবারের উৎস। এটি দিয়ে মাছ ধরা জাল, দড়ি এবং আরো প্রয়োজনীয় বস্তু তৈরিতে ব্যবহৃত হয়। কৃষক গাছপালাগুলিতে পুষ্টি উপাদানের জন্য এ গাছ ব্যবহার করা হয়।
এ গাছের জন্য বেশি উর্বর মাটির দরকার হয় না।
এর উৎপত্তিটি অনিশ্চিত, কিন্তু ভারত ও পাকিস্তান স্থানীয় বলে মনে করা হয়। এখন সমগ্র ভারত জুড়ে চাষ করা হয়। বাংলাদেশ, পাকিস্তান, উগান্ডা এবং ব্রাজিল প্রভৃতি দেশে জন্মে থাকে।