শফি আলী ইনামদার | |
---|---|
জন্ম | পানগারি, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত | ২৩ অক্টোবর ১৯৪৫
মৃত্যু | ১৩ মার্চ ১৯৯৬ | (বয়স ৫০)
পেশা | অভিনেতা, প্রযোজক, পরিচালক |
কর্মজীবন | ১৯৬০–১৯৯৫ |
দাম্পত্য সঙ্গী | ভক্তি বারভে |
শফি ইনামদার (২৩ অক্টোবর ১৯৪৫ – ১৩ মার্চ ১৯৯৬) ছিলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতেন।[১] তিনি বিজেতা চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তিনি ইয়ে জো হ্যায় জিন্দেগি সহ বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র ভূমিকাগুলির মধ্যে রয়েছে আজ কি আওয়াজ-এ ইন্সপেক্টর, আওয়াম-এ খলনায়ক এবং নাজরানা, আনোখা রিশতা, অমৃত-এর মতো চলচ্চিত্রে নায়কের বন্ধু।[২] তার অভিনীত অন্য কিছু চলচ্চিত্র হলো অর্ধ সত্য, কুদরত কা কানুন, জুর্ম, সাদা সুহাগা এবং লাভ ৮৬। সবগুলোই সফল চলচ্চিত্র।[৩]
শফি ইনামদার তার প্রাথমিক শিক্ষা পানগারি দাপোলি, রত্নাগিরি, এমএস এবং ভারতের মুম্বইয়ের উমেরখাদি (ডংরি) সেন্ট জোসেফ হাই স্কুলে সম্পন্ন করেন।[৪] যেখানে তিনি ১৯৫৮ সালে তার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬৩ সালে কেসি কলেজ থেকে বিএসসি করেন।[৫]
শফি অভিনেত্রী ভক্তি বারভেকে বিয়ে করেন, যিনি ১২ ফেব্রুয়ারি ২০০১-এ সড়ক দুর্ঘটনায় মারা যান।
শফি ১৯৯৬ সালের ১৩ মার্চ ভারত বনাম শ্রীলঙ্কা ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।[৬] সেই সময়ে তিনি কমেডি শো তেরি ভি চুপ মেরি ভি চুপ-এ অভিনয় করছিলেন, যেটি তার মৃত্যুর কারণে বন্ধ হয়ে গিয়েছিল এবং অল দ্য বেস্ট যেটিতে তার ভূমিকায় পরে সতীশ শাহ অভিনয় করেছিলেন।