শফিকা কুরাইশি হচ্ছেন একজন আফগান নারী অধিকার কর্মী।[১] ২০১০ সালের হিসেবে তিনি একজন পুলিশ কর্নেল এবং আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিঙ্গ, মানব ও শিশু অধিকার বিভাগের পরিচালক। [২][৩] তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে ৫০০০ নারী নিয়োগের লক্ষ্য নিয়ে আফগান জাতীয় লিঙ্গ নিয়োগ কৌশল প্রতিষ্ঠা করেন ও এটির নেতৃত্ব দেন এবং আফগানিস্তানের নারীদের সেবায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেগবান করেছেন।[২] তিনি কর্মজীবী নারীদের আরো সুবিধার জন্য কাজ করেছেন, যেমন: শিশু যত্ন, স্বাস্থ্যসেবা, প্রসূতি যত্ন, নিরাপত্তা এবং দক্ষতা প্রশিক্ষণ এসব নিয়ে কাজ করেছেন [২] তিনি আফগান জাতীয় পুলিশে কর্মরত মহিলাদের পদোন্নতি পাওয়ার পথ আরো বেগবান করেছেন।[২] ২০১১ এর হিসেবে তিনি আফগানিস্তানের সবচেয়ে উচ্চপদস্থ নারী পুলিশ কর্মকর্তা। [৪]
১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তানের তালিবান শাসনের সময়ে কুরাইশির কাজ ব্যাহত হয়েছিল। [৩]
তিনি ২০১০ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[১]