শমু মুখার্জী | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১০ এপ্রিল ২০০৮ | (বয়স ৬৪)
পেশা | পরিচালক, লেখক, নির্মাতা |
দাম্পত্য সঙ্গী | তনুজা (বি. ১৯৭৩–২০০৮; তার মৃত্যু) |
সন্তান | কাজল ও তানিশা |
পিতা-মাতা | শশধর মুখার্জী সতী দেবী |
পরিবার | মুখার্জী-সমর্থ পরিবার এবং গাঙ্গুলী পরিবার |
শমু মুখার্জী (বা শমু মুখোপাধ্যায়; ১৯ জুন, ১৯৪৩[১] – ১০ এপ্রিল, ২০০৮) ছিলেন একজন ভারতীয় পরিচালক, লেখক ও নির্মাতা।
শমু মুখার্জী ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি পিতা শশধর মুখার্জী ও মা সতী দেবীর চতুর্থ সন্তান। তাঁর পিতা শশধর ফিল্মালয় স্টুডিওসের স্বত্বাধিকারী ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তাঁর মা গাঙ্গুলী ভাইদের (অশোক কুমার, অনুপ কুমার, কিশোর কুমার) একমাত্র বোন ছিলেন।[২] শমু মুখার্জী অভিনেত্রী তনুজাকে বিবাহ করেন। তাঁদের কন্যা অভিনেত্রী কাজল মুখার্জী ও তানিশা মুখার্জী মুখার্জী-সমর্থ পরিবারের অন্তর্ভুক্ত। শমুর বড় ভাই হলেন প্রয়াত রণো মুখার্জী, প্রয়াত জয় মুখার্জী (১৯৬০-এর দশকের সফল অভিনেতা) ও দেব মুখার্জী এবং ছোট ভাই সুবীর মুখার্জী। অভিনেত্রী রানী মুখার্জী ও সর্বাণী মুখার্জী হলেন তাঁর ভ্রাতুষ্পুত্রী/ভাইঝি এবং অয়ন মুখার্জী হলেন তাঁর ভ্রাতুষ্পুত্র/ভাইপো। ২০০৮ সালের ১০ এপ্রিল তারিখে ৬৪ বছর বয়সী শমু মুখার্জী হৃদরোগে মারা যান।
বছর | চলচ্চিত্র | পরিচালক | চিত্রনাট্য | প্রযোজক |
---|---|---|---|---|
১৯৭২ | এক বার মুস্কুরা দো | রাম মুখার্জী | হ্যাঁ | হ্যাঁ |
১৯৭৩ | নানহা শিকারী | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
১৯৭৮ | ছলিয়া বাহু | জয় মুখার্জী | হ্যাঁ | হ্যাঁ |
১৯৮১ | ফিফটি ফিফটি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
১৯৮৫ | লাভার বয় | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
১৯৯০ | পাত্থর কে ইনসান | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
১৯৯৪ | সংগদিল সনম | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |