শশাঙ্ক ব্যাস | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা মডেল |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
পরিচিতির কারণ | বালিকা বধু[২] |
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) |
শশাঙ্ক ব্যাস (হিন্দি: शशांक व्यास) হলেন একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং মডেল। তিনি কালারসে প্রচারিত নাটক বালিকা বধুতে জগদীশ নামক চরিত্রে অভিনয় করে অধিক পরিচিতি লাভ করেন। তিনি স্টার প্লাসে প্রচারিত নাটক জানা না দিল সে দূর নাটকে রাভিশ ভাশিশ্ত চরিত্রে অভিনয় করেছেন।
শশাঙ্ক ১৯৮৬ সালের ৩০শে নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতকত্ব লাভ করার পর এমবিএ-এর ভর্তি পরীক্ষার জন্য পড়াশুনা করেন। কিন্তু তিনি পরে অভিনয় জগতের দিকে চলে আসেন।
শশাঙ্ক টেলিভিশন অভিনেতার পাশাপাশি একজন বলিউড অভিনেতা। তিনি কালার্সে প্রচারিত নাটক বালিকা বধুতে জগদীশ/ জাগ্যা নামক চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক করেন। বালিকা বধুতে প্রায় ৫ বছর অভিনয় করার পর তিনি সেট নাটকটি ছেড়ে দেন। ২০১০ সালে তিনি বলিউড হিন্দি চলচ্চিত্র তিস মার খানে একটি ছোট চরিত্রে অভিনয় করেন।
সাল | চলচ্চিত্র | চরিত্র | উল্লেখ |
---|---|---|---|
২০১০ | তিস মার খান | একজন গ্রামবাসী | [৩][৪] |
সাল | অনুষ্ঠান | চরিত্র | উল্লেখ |
---|---|---|---|
২০১০–১৫ | বালিকা বধু | জগদীশ ভৈঁরো সিং | [৫] |
২০১০–১১ | রিশতা.কম (১০টি পর্ব) | ||
২০১৬–১৭ | জানা না দিল সে দূর | রাভিশ ভাশিশ্ত | [৬] |
২০১৮–২০১৯ | রূপ - মর্দ কা নয়া স্বরূপ | রুপেন্দ্র | প্রধান চরিত্র |
সাল | অনুষ্ঠান | পুরস্কার | বিভাগ | ফলাফল |
---|---|---|---|---|
২০১০ | বালিকা বধু | ইন্ডিয়ান ট্যালি অ্যাওয়ার্ডস | সেরা নতুন মুখ (পুরুষ) | মনোনীত |
২০১১ | গ্লোবাল ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টিভি অনার্স | বিজয়ী | ||
নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডস | সেরা টেলিভিশন জুটি | বিজয়ী | ||
২০১২ | কালার্স গোল্ডেন প্যাটেল অ্যাওয়ার্ডস | সেরা চরিত্র চিত্রায়ন | বিজয়ী | |
সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ত | মনোনীত | |||
২০১৩ | সবচেয়ে জানবাজ ব্যক্তিত্ত | মনোনীত |