শশী থারুর | |
---|---|
![]() | |
সংসদ সদস্য, লোকসভা | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লন্ডন, ইংল্যান্ড | ৯ মার্চ ১৯৫৬
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
সন্তান | ২ |
জীবিকা |
|
ওয়েবসাইট | Official website |
শশী থারুর (জন্ম ৯ মার্চ ১৯৫৬)[১] একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক কূটনীতিক।[২] যিনি.২০০৯ সাল থেকে ভারতের কেরল রাজ্যের লোকসভা সংসদ সদস্য।
শশী থারুর ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা যেমন নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান প্রভৃতিতে কলামিস্ট এবং লেখক হিসাবে কাজ করেন। এছাড়া তিনি নিউজউইক ইন্টারন্যাশনালে কনট্রিবিউটিং এডিটর এবং কলামিস্ট হিসাবে কাজ করে থাকেন। ২০০৬ সালে জাতিসংঘের মহাসচিব পদের জন্য থারুরের নাম প্রস্তাব করে ভারত। তবে মহাসচিব নির্বাচিত হন বান কি মুন এবং শশী থারুর দ্বিতীয় হন সে নির্বাচনে।[৩]